রাজ্যে ১ লক্ষ কর্মসংস্থান, নবান্ন থেকে সবুজ সংকেত, বিনিয়োগ ৩৫,০০০ কোটি – Wb Govt Upcoming Recruitment

WB Govt Upcoming Recruitment :খুব শীঘ্রই রাজ্যে ৩৫০০০ কোটি বিনিয়োগের মাধ্যমে প্রায় ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। গত বছরের শেষে একাধিক সংস্থাকে দেউচা পাঁচামি মেগা প্ল্যানে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহ্বানে ব্যাপক সাড়া ফেলেছে একাধিক শিল্প মহল। যার ফল স্বর প্রায় ৩৫০০০ কোটি বিনিয়োগ হতে চলেছে। তাই আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামীতে রাজ্যে প্রায় এক লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে উচ্চ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সকল‌ যুবক যুবতী আবেদন জানাতে পারবেন। এছাড়াও আগামীতে যে সমস্ত চাকরি প্রার্থীদের কর্ম ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

 

WB Govt Upcoming Recruitment 

এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক হিসেবে দেউচা পাঁচামির (Deucha Pachami coal block) জনপ্রিয় লাভ করেছে। গত বছরের শেষে অর্থাৎ ২০ ডিসেম্বর রাজ্য সরকারের তরফে এক গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। এই টেন্ডার এ একাধিক সংস্থা আবেদন পত্র জমা করেছেন। এই টেন্ডারের দরপত্র আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই প্রজেক্টের অন্তর্গত কমপক্ষে ৩৪০০ একর জুড়ে প্রাথমিকভাবে দেউচা পাঁচামি প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। যেখানে লক্ষাধিক কর্মী কর্মসংস্থান হবে বলে আশা করছেন রাজ্য সরকার।

কর্মসংস্থান নিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর একাধিকবার অভিযোগ উঠেছে, দেশের বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তাই নিত্য নতুন প্রজেক্ট এর মাধ্যমে রাজ্যের উন্নতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে সরকার। আসন্ন ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা। বর্তমানে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, তাই একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে।

মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পৌরসভায় চাকরির সুযোগ – WB Health Workers Job Recruitment

সামনের মাসেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলনে একাধিক বেসরকারি সংস্থাগুলিকে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। দেউচা পাঁচামি প্রকল্পটি প্রাথমিকভাবে ৩৪০০ একর জুড়ে তুই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। ‌ তবে অনেকের মতে দেউচা পাঁচামি জমি অধিগ্রহণের ক্ষেত্রে একলপ্তে জমি অধিগ্রহণ না করে, ইচ্ছা মতো জমি অধিগ্রহণ করা হয়েছে। যার ফলে এই এলাকায় এই নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে।

শীঘ্রই বিপুল বিনিয়োগ, ১ লক্ষ কর্মসংস্থান পূরণ 

সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে তার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কে সরাসরি বীরভূমে গিয়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন। তাই আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত জটিলতা কাটিয়ে প্রজেক্টটি বাস্তবায়িত হতে চলেছে।

রাজ্য সরকার দিচ্ছে ১ লক্ষ ২০ হাজার সঙ্গে জমিও, এই প্রকল্প সম্পর্কে জানেন তো? – WB Government Scheme

দেউচা পাঁচামি প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের একাধিক চাহিদা মিটবে। এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাসুল কমবে। এর পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। রাজ্যের এক বিশিষ্ট আধিকারিক জানিয়েছেন, দেউচা পাঁচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের আগে সেখানে থাকা মোটা পাথরের পারত সড়িয়ে ফেলতে হবে। পাথর সরানোর কাজ সম্পূর্ণ হলে দ্রুত কয়লা উত্তোলন সফল করা যাবে। যার ফলে ইতিমধ্যে প্রায় 376 একর জমিতে ব্যাসল্ট উত্তোলনের জন্য টেন্ডারের মাধ্যমে সংস্থা বাছাইয়ের কাজ হয়েছে। এই কাজ সম্পূর্ণ হলেই খুব দ্রুত প্রকল্প বাস্তবায়িত হবে বলে আশাবাদী।

নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন👇👇

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now