মমতা সরকার দিচ্ছে বছরে 10 হাজার টাকা, এই প্রকল্পে এখনই নাম নথিভুক্ত করুন -WB Govt Scheme

২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সিংহাসনে আসার পর বহু জনকল্যাণমুখী প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছেন। মাননীয়ার এই জনদরদী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল সমুদ্র সাথী প্রকল্প। এই সমুদ্র সাথী প্রকল্পটি ২০২১ সালে ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিশেষ শ্রেণির মানুষের জন্য প্রধানত এই প্রকল্পটি করা হয়েছে। WB Govt Scheme

wb govt scheme

২০২১ সালের সমুদ্র সাথী প্রকল্পের সৃষ্টির আগে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে থাকেন। তবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্ভাবন করেন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মতো একাধিক জনহিতকর প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের মেয়েরা ১৮ বছর বয়সী হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এই জনদরদী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল সমুদ্র সাথী প্রকল্প। WB Govt Scheme

এই সমুদ্রের সাথী প্রকল্পের মাধ্যমে পূর্ব মেদনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্যজীবীরা বছরে ১০ হাজার টাকা পান। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিবছরের মে জুন মাসের দিকে গ্রাহকরা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। দুটি কিস্তির মাধ্যমে অর্থাৎ ৫ ০০০ করে দুইবার টাকা দেওয়া হয় গ্রাহকদের। এবার প্রশ্ন হল যে বছরের এই দুই মাসে কেন মৎস্যজীবীদের টাকা দেবে সরকার? এই দুই মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারেন না। মাছ ধরতে না যাওয়ার কারণে তাদের আর্থিক সংকট দেখা দিতে পারে। আর এই কথাটি মাথায় রেখে রাজ্য সরকার এই দুই মাসের জন্য আর্থিক সহায়তা দান করে মৎস্যজীবীদের। এই প্রকল্পের জন্য মাননীয়া বরাদ্দ করেছেন ২০০ কোটি টাকা। ‌WB Govt Scheme

সমুদ্র সাথী প্রকল্পের মানদণ্ড-
১) সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই তিনটি জেলার মৎস্যজীবী এবং স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৩) আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস– এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে তা হল- ১) আধার কার্ড ২) ভোটার কার্ড ৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ৪) মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বা মৎস্যজীবী হিসাবে আপনার পরিচয় পত্রের কপি। Written by Nupur Chattopadhyay

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.