রাজ্যের সরকারি ও অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুসংবাদ, আকাশে বাতাসে খুশির হাওয়া – WB Govt Job Update

Published by
JR Team

সম্প্রতি ভালো খবর এসেছে সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের উপকৃত হবেন প্রায় তিন লক্ষ চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকার মূলত চুক্তিবদ্ধ শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। WB Govt Job Update




Wb govt job update Wb govt job update

কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিপুল ভাবে জয়যুক্ত হয়ে সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই সিংহাসনে বসার পরেই রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য অবসরের গ্রহনের পরে প্রাপ্ত ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে। আর এই নিয়মটি কার্যকর হতে চলেছে, ১লা এপ্রিল ২০২৪ থেকে। WB Govt Contractual Employees Good News

কারা কারা উপকৃত হবেন

এই ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, চুক্তিতে কর্মরত উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে, এম এসকে প্রভৃতি শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে। WB Govt Job Update




এর পাশাপাশি বলা হয়েছে যে আগে একাডেমিক সুপারভাইজার পদে নিয়োগ প্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা রিটায়ার্ড করার পরে অবসরকালীন ভাতা হিসেবে এক লক্ষ টাকা পেতেন। এখন সেইসব কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে এক লক্ষ টাকার বদলে ৫ লক্ষ টাকা পাবেন। আর এই সমস্ত কর্মীরা ছাড়া বাকি কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে দুই থেকে তিন লক্ষ টাকা পাতেন। ১লা এপ্রিল ২০২৪ থেকে এই সুবিধা কার্যকর হবে। রাজ্য সরকারের এই সুবিধা উপভোগ করতে চলেছে প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষাকর্মী, আশা কর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহকারী, নাগরিক স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক, হোম গার্ড স্বেচ্ছাসেবক ও অক্সিলারি ফায়ার অপারেটররা। WB Govt Job Update

২০২০ সালে আমরা দেখেছি যে রাজ্য সরকার বয়স্ক এবং অবসর নেওয়া স্কুল শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই সিদ্ধান্তে জানানো হয়েছিল যে ৮০ থেকে ৮৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষকদের মূল পেনশনের কুড়ি শতাংশ বর্ধিত করা হবে। অপরদিকে ৮৫ বছরের বেশি বয়স এবং ৯০ বছরের কম বয়সী শিক্ষকদের জন্য বেসিক পেনশনের ৩০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছিল। এর পাশাপাশি বলা হয়েছিল যে ন্যূনতম সংশোধিত মৌলিক পেনশন ৮৫০০ টাকা নির্ধারণ করা হল। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে বয়স্ক স্কুল শিক্ষকদের অবসরকালীন সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার।

মাত্র ১১০০ টাকা জমিয়ে পেয়ে যান ১৩ লক্ষ টাকা, পোস্ট অফিস দিচ্ছে দারুণ সুযোগ -India Post Office Scheme

Written by Nupur Chattopadhyay

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team