WBNC-র মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে বিস্তারিত পড়ুন -WB Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হওয়া গেল। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে WBNC দপ্তর কর্তৃক। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোন জেলার স্থায়ী বাসিন্দা যোগ্যতা নিরিখে WBNC-র বর্তমানে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। ছেলে কিংবা মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। যারা পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা অনুগ্রহ করে শেষ পর্যন্ত পড়ুন। আবেদন পদ্ধতি, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত নিচে ধাপে ধাপে আলোচনা করা হল। West Bengal Govt Job Recruitment

wbnc

পদের নাম : WBNC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে লিগাল রিটেইনার (Legal Retainer) পদে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি : যোগ্যতা নিরিখে যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে ইচ্ছুক হবেন এক্ষেত্রে দুই ভাবে আবেদন করতে হবে। প্রথমত অনলাইন মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে এবং পরবর্তীতে ওই অনলাইন আবেদন ফরম প্রিন্ট আউট করে সঙ্গে জরুরি সংস্থা ডকুমেন্টসগুলির জেরক্স কপি ও প্রত্যেক ডকুমেন্টস এর উপর নিজের সেল্ফ অ্যাটেস্টেড করে অফলাইন মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন।

 

অফলাইন মাধ্যমে আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত জরুরি ডকুমেন্ট জমা করতে হবে : 

1. ফটো আইডেন্টিটি প্রুফ ( ভোটার কার্ড/ আধার কার্ড /প্যান কার্ড)

2. ঠিকানার প্রমাণ হিসেবে পাসপোর্ট কিংবা ভোটার কার্ড

3. প্রার্থীর বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক এডমিট কার্ড

4. সমস্ত মার্কশিটের জেরক্স কপি

5. বার কাউন্সিল এর এনরোলমেন্ট সার্টিফিকেট ( পশ্চিমবঙ্গ কিংবা ভারত)

6. কম্পিউটার সার্টিফিকেট

7. অভিজ্ঞতার সার্টিফিকেট সঙ্গে স্ট্যাম্প সংশ্লিষ্ট অথোরিটির দ্বারা

8. অন্যান্য জরুরি ডকুমেন্টস

উপরোক্ত সমস্ত ডকুমেন্টস গুলির জেরক্স কপির উপর নিজের সেল্ফ অ্যাটাস্টেড করে সঙ্গে আবেদনপত্র নিয়ে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

 

আবেদন মূল্য : অনলাইন মাধ্যমে সাধারণ ও ওবিসিদের আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতের জন্য কোনো আবেদন ফি জমা নেওয়া হবে না।

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Registrar, West Bengal Nursing Council, Purta Bhavan, 3rd Floor, Room No- 302, DF Block, Sat Lake City, Sec-I, Kolkata-700091.

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যোগ্যতা নিরিখে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

যোগ্যতা :  পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (WBNC) প্রত্যেক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর সর্বাধিক বয়স থাকতে হবে ৫০ বছরের মধ্যে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে WBNC -র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ।

 

আবেদন করার তারিখ সমূহ : অনলাইনে আবেদন করতে পারবেন ১০ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত,

ওই আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে পারবেন ১৬ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notification : Download 

Online Apply : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Articles: 274