সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের পদ পূরণ হয়েছে। আর এই চেয়ারম্যানের পদ পূরণ হতে না হতেই সরকারি অফিসের বিভিন্ন কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের (WBSSC) মাধ্যমে গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। খবর পাওয়া গেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পর্যায়ে মিলে প্রায় ১১-১২হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। WB Govt Job Recruitment
গ্রুপ সি এবং গ্ৰুপ ডি কর্মী নিয়োগের জন্যই স্টাফ সিলেকশন কমিশনের ( WBSSC) সদস্য পদগুলি পূরণ করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন এসএসসিতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান বাদ দিয়ে প্রায় ছয় জনকে। কয়েকদিন আগে এসএসসি (WBSSC) চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০১১ সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে তারপর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পিএসসির (WBPSC) মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া অনেকদিন ধরে চলে। কর্মী নিয়োগ করতে অনেক দেরি হওয়ার কারণে এই স্টাফ সিলেকশন কমিশন (SSC) গঠিত হয়। আর এই স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে রাখা হয়, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কে।
রাজ্যের গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষাও নেওয়া শুরু করে এসএসসি। কিন্তু তারপর হঠাৎ করে এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার দায়িত্ব আবার পিএসসির হাতে এসে পড়ে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট করার জন্য পৃথক একটি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার দায়িত্ব থাকে এই রিক্রুটমেন্ট বোর্ডের হাতে। ২০২২ সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করে আবার এসএসসি চালু করা হয়। নিউটনের একটি অফিসে এসএসসির কার্যালয় হবে। WB Govt Job Recruitment
রাজ্যে গ্রুপ সি পদে যে কর্মী নিয়োগ হবে সেই জন্য পরীক্ষা নেবে এসএসসি। সাম্প্রতিক সময় রাজ্য সরকার কয়েকশো গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য নতুন পদ সৃষ্টি করেছে। আর সেই পদের পরীক্ষা নেবে এসএসসি (WBSSC)। গ্রুপ সি-র মাধ্যমে নিয়োগ হবে লোয়ার ডিভিশন ক্লার্ক। পরীক্ষার পদ্ধতি নিয়েও চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গিয়েছে, যা সম্প্রতি প্রকাশিত হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই পর্ব হবে। প্রিলিমিনারি এবং মেইন দুটি স্তরের পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করবে তাদেরই মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে। তারপরেই নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউতে পাশ করলে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। WB Govt Job Recruitment
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU