BDO অফিসে সুপারভাইজার পদে চাকরির সুযোগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -BDO Office Job

Published by
Mr Jobre

রাজ্যের ফের নতুন  করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে সেই জেলায় চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। মহিলা ও পুরুষ  সকলে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল । WB Govt Job Recruitment

এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর :1478/KHT

 

আবেদন পদ্ধতি  : রাজ্যের ব্লক অফিসের অধীনে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী ও যোগ্য হবেন, তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন করতে প্রথমে আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা অফিসিয়াল নোটিশ থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর ওই আবেদন পত্রটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস : বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা করতে হবে

1. ভোটার কার্ড বা আধার কার্ড

2.  বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড

3.  রেসিডেন্সিয়াল প্রুফ

4. শেষ বেসিক পেয় এর সার্টিফিকেট অরিজিনাল

5. পেনশন পেপার

6. কাজের দক্ষতা রয়েছে সেই হেড অফিস কর্তৃক পাঁচ বছরের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ( যদি থাকে)

উপরোক্ত ডকুমেন্টস জমা করার আগে সেল্ফ এটাস্টেট করতে হবে

 

বাছাই প্রক্রিয়া : সফলভাবে আবেদন করার পরে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হতে পারে।

 

পদের নাম :  BDO অফিসের অধীনে মিড ডে মিল বিভাগের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।

 

 যোগ্যতা : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চাই, তাদের যোগ্যতা হিসেবে যেকোনো সরকারি দপ্তরের সম যোগ্যতার কাজের দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়স সর্বাধিক ৬৩ বছর বা তার নিচে হতে হবে।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা ও নিয়োগের স্থান : Office of the Block Development Officer, Khatra Development Block, Khatra, Bankura

 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে ২৫ শে জুন ২০২৪ তারিখ পর্যন্ত।

 

ইন্টারভিউর তারিখ : ইন্টারভিউ নেওয়া হবে ২৭ শে জুন ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে।

 

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notification Download

Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.