রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে ভোটের মুখে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। শুধু অষ্টম পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের 23 জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। ছেলে কিংবা মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং Group D পদে চাকরি পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স, আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। WB Govt Job Recruitment
পদের নাম : পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী Group D লেভেলের পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট তিন ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। সবকটি পদ হল Group D লেভেলের।
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবে তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন : যারা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন শুরু হবে 17,000 থেকে এবং সর্বাধিক 43,600 টাকা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদন করার সময় আগে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে হবে। এরপর আবেদন পত্রের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ :
1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সমূহ
2. বয়সের প্রমাণ পত্র
3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
4. পরিচয় পত্র
5. পাসপোর্ট সাইজের ছবি
6. অভিজ্ঞতা (যদি থাকে)
7. অন্যান্য
আবেদন ফী : এক্ষেত্রে SC দের 100 টাকা ও অন্যান্যদের জন্য 300 টাকার আবেদন ফী জমা করতে হবে। অফলাইন ডিমান্ড ড্রাফট করে।
আবেদন করার শেষ তারিখ : অফলাইন আবেদন করার শেষ তারিখ 04-05-2024 পর্যন্ত।
স্বাস্থ্য দপ্তরে 23 জেলা থেকে বিপুল কর্মী শুরু, এখনই আবেদন করুন -WB Health Job Recruitment
অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice : Download
Application Form : Click Here
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |