WBMSC-র মাধ্যমে ফের 23 জেলা থেকে কর্মী নিয়োগ শুরু, বেতন 28,000 টাকা -WB Govt Job

WBMSC-র মাধ্যমে ফের বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের 23 জেলা থেকে কর্মী নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের মেয়ে ও ছেলে উভয়ে আবেদন জানাতে পারবেন। অবশ্যই চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যারা WBMSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। WB Govt Job Recruitment

wb govt job recruitment

নোটিশ নং:  HFW-41013(11)/1/2024-WBMSCL SEC-Dept. of H&FW/1546

নোটিশ প্রকাশের তারিখ: 11/03/2024

 

কীভাবে আবেদন জানাতে হবে : WBMSC-র বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন রেজিষ্ট্রেশন করতে হবে।  অনলাইন আবেদন বা রেজিষ্ট্রেশন করতে প্রথমে সংশ্লিষ্ট লিঙ্ক ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর জরুরি তথ্য পূরণ করতে হবে সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন পত্রটি ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং শেষে আবেদন মূল্য জমা করতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : অনলাইন রেজিষ্ট্রেশন করার সময় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখতে হবে –

1. মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড বা বয়সের প্রমাণ

2. যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

3. জাতিগত সংশয় পত্র

4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

5. আধার বা ভোটার কার্ড

6. অন্যান্য

 

আবেদন মূল্য : এক্ষেত্রে অনলাইন আবেদন করতে UR,EWSও OBC দের আবেদন মূল্য হিসেবে 100 টাকা জমা করতে হবে। SC,ST ও PWD দের জন্য এক্ষেত্রে কোনো আবেদন মূল্য নেওয়া হবে না।

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীগন WBMSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী ও যোগ্য হবেন তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। সরাসরি Walk In Interview দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইন মাধ্যমে আবেদন করার শেষ তারিখ 15-04-2024।

 

 পদের নাম :WBMSC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিএমই পদে নিয়োগ করা হবে

 

বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা WBMSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 28,000 টাকা।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিবেন –

Official Notice : Download 

Online Application : Click Here

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now

 

x

Leave a Comment