অবশেষে রাজ্যে ফের প্রচুর গ্রুপ ডি কর্মী শুরু, শুধু অষ্টম পাশ যোগ্যতায় চাকরি -WB Govt Job Recruitment

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনার শিক্ষাগত যোগ্যতা কি অষ্টম পাস? তাহলে আপনার জন্য রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরির দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের দেশ জেলা থেকে যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদের সমতুল্য মাসিক বেতন দেওয়া হয়। যে সমস্ত চাকরিপ্রার্থী গন গ্রুপ ডি পদে আবেদন জানাতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। WB Govt Job Recruitment

wb govt job recruitment

পদের নাম : রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে (WB Govt Group D Job Recruitment)। এক্ষেত্রে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম অশ্রম পাস। এছাড়া চাকরিপ্রার্থীদের শারীরিকভাবে সক্ষম ও ফিট থাকতে হবে।

 

বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের গ্রুপ ডি পদের জন্য আবেদন জানাতে চাই, তাদের বয়স ন্যূনতম থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

 

মাসিক বেতন : যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পদে জন্য নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ROPA 2019 অনুযায়ী ১৭ হাজার টাকা।

 

আবেদন প্রক্রিয়া : আগ্রহী চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রে দেওয়া খালি ঘরে সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একসাথে করতে হবে। এরপর একটি খামের ভেতর আবেদনপত্র ও জরুরি ডকুমেন্টস ভরে জমা করতে হবে।

 

আবেদন ফি : এক্ষেত্রে সংরক্ষিতদের জন্য আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন ফি হিসেবে ৩০০ টাকা অফলাইন মাধ্যমে জমা করতে হবে। যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক মারফত ড্রাফ্ট করে আবেদন ফি জমা করা যাবে।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা : District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin Code – 713101

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করার শেষ তারিখ হল ৫ মে ২০২৪ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়ার লিংক ক্লিক করে দেখে নিবেন –

 

Official Notice : Download 

Official Website : Click Here 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.