পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের একবার Clerk পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। রাজ্যের বাসিন্দা হলে এই Clerk পদে আবেদন জানাতে পারবেন। রাজ্যের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পরে ফের Clerk পদে চাকরির দারুন সুযোগ রয়েছে আপনার হাতে। যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের Clerk পদের জন্য আবেদন জানাতে চাই বা সংশ্লিষ্ট পদেরনিয়োগের ক্ষেত্রে চাকরি করতে চাই, তারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। নিচে আমরা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করতে যাচ্ছি। WB Govt Clerk Job Recruitment
পদের নাম : রাজ্যের জেলা কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে Clerk পদে নিয়োগ করা হবে।
প্রথমে আসা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে : যে সমস্ত পশ্চিমবঙ্গের আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের জেলাভিত্তিক Clerk পদের জন্য আবেদন জানাতে চাই, সেই সমস্ত চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ঠিকই কিন্তু তা নিয়োগ প্রক্রিয়ার দিনের আগে নয়। এক্ষেত্রে অফিসিয়াল নোটিসের সঙ্গে একটি আবেদন পত্র দেওয়া রয়েছে, সেই আবেদন পত্রটি প্রথমে ডাউনলোড করে নিবেন এবং এর পরে সেটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিবেন। তারপর আপনার সমস্ত নিজস্ব জরুরি তথ্য পূরণ করে আবেদন পত্রটি ইন্টারভিউর দিয়ে নিয়ে উপস্থিত হবেন। সঙ্গে অবশ্যই আপনার জরুরি ডকুমেন্টস থাকতে হবে। WB Govt Job Recruitment
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। অর্থাৎ Walk In Interview এর মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-র দিন জরুরি কিছু ডকুমেন্টস : বেশ কিছু ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ দিন নিয়ে উপস্থিত হতে হবে –
1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম প্রমাণ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক এডমিট কার্ড
2. শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি
4. প্রার্থীর পরিচয় পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড
5. প্রার্থীর অভিজ্ঞতার বা পূর্ব কাজের জরুরি ডকুমেন্টস
6. এছাড়াও অন্যান্য জরুরি ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা জরুরী ( পিপিও)
উপরোক্ত ডকুমেন্টস গুলির অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ এর দিযন নিয়ে উপস্থিত হতে হবে।
যোগ্যতা ও বয়স :রাজ্য সরকারের সংশ্লিষ্ট Clerk পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী যথাপোযুক্ত। আবেদন করতে আগ্রহী হলে আগে অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা ও বয়স সম্পর্কে ধারণা নিয়ে তারপরেই আবেদন করবেন।
মাসিক সাম্মানিক : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ১০ হাজার টাকা দেওয়া হবে।
ইন্টারভিউর তারিখ ও সময় : আগ্রহী ও যোগ্য প্রার্থীকে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে ৬ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১.৩০ আগে । প্রার্থীকে অবশ্যই যথাসময়ের এক ঘন্টা আগে রিপোর্ট করতে হবে।
আবেদন করার পূর্বে অবশ্যই আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন এবং তারপরেই পরবর্তী পদক্ষেপ নিবেন, নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক দেওয়া হল –
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU