WBMSC-র মাধ্যমে রাজ্যে প্রচুর চাকরি, 23 জেলা থেকে নিয়োগ – WB Govt Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল WBMSC। WBMSC-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং WBMSC-র বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হন, তাহলে আপনার জন্য রাজ্য সরকারের বিপুল শূন্য পদে চাকরি করার দারুন সুযোগ। যারা রাজ্য সরকারের বর্তমানে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। শূন্যপদ, যোগ্যতা ও আবেদন সম্পর্কে নিচে আলোচনা করা হলো। WB Govt Job Recruitment

Wb govt job recruitment

 

শূন্যপদের নাম : WBMSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আপনারা জানাতে আগ্রহী প্রার্থীদের সাব রেজিস্টার পদে নিয়োগ করা হবে।

 

বয়স সীমা : যে সকল চাকরি প্রার্থীরা WBMSC-র বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 45 বছরের মধ্যে।

 

মাসিক বেতন : যারা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন সে সমস্ত প্রার্থীদের রাজ্য সরকারের রোপা 2019 এর পে লেবেল 14 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে

 

যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে যোগ্যতা থাকতে হবে WBMSC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাপোযুক্ত। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিবেন।

 

আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গের যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা WBMSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম ফিলাপ করতে হবে। অনলাইন আবেদন করতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচে দেওয়া আবেদন লিঙ্ক ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার সময় জরুরী সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

 

জরুরী ডকুমেন্ট সমূহ : অনলাইনে আবেদন করতে বেশ কিছু জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড করতে হবে –

1. আবেদনকারীর পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি

2. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার জরুরী ও সমস্ত ডকুমেন্টস

3. আবেদনকারী প্রার্থীর বয়সের প্রমাণপত্র

4. প্রার্থীর কাস্ট সার্টিফিকেট

5. প্রার্থীর আবেদন ফি জমা করার মাধ্যম

6. এছাড়াও অন্যান্য

 

আবেদন ফি : WBMSC-র বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত যুবক-যুবতীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে যাবে তাদের অবশ্যই আবেদন ফি জমা করতে হবে। তবে আবেদন ফি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা। সংরক্ষিতদের জন্য আবেদন ফি হিসেবে শুধু 50 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে এবং অসংরক্ষিতদের জন্য আবেদন ফি হিসেবে 200 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে।

অঙ্গনওয়াড়িতে 35 হাজার নিয়োগ শুরু, ফের 48 টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ -WB Anganwari Job Recruitment

 

অনলাইন আবেদন করার তারিখ সমূহ : আগ্রহী প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 7 মার্চ থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ হবে 6 এপ্রিল 2024 পর্যন্ত।

 

আগ্রহী প্রার্থীরা WBMSC এর সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন –

Official Website : Click Here

Official Notice : Download 

Important Links

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x

Leave a Comment