Categories: PRAKALPOScheme Update

পড়াশোনা করলেই পেতে পারেন 20-25 হাজার টাকা, মমতার দারুণ উদ্যোগ ছাত্র ছাত্রীদের জন্য -WB Government Scheme

Published by
JR Team

মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার নতুন স্কলারশিপ চালু করেছেন। যার নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)। মূলত রাজ্যের দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের এই স্কলারশিপ। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে যথেষ্ট সাড়া ফেলেছে। ২০১৬ সালে স্কলারশিপ টি চালু হয়েছিল যা বর্তমানেও চলছে। WB Government Scheme

সাম্প্রতিক যাদের ডিগ্রী অথবা কোর্স সম্পূর্ণ হয়েছে তারা পরবর্তী কোর্স ভর্তি হয়ে সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) জন্য আবেদন করতে পারবেন। সাম্প্রতিক SVMCM তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। যোগ্য ছাত্রছাত্রীরা দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। আজকের প্রতিবেদনে স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য যেমন- কারা কারা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র ইত্যাদি তথ্য তুলে ধরা হলো।

•আবেদন যোগ্যতা:

১. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ্য ৫০ হাজারের বেশি হলে চলবে না।

৩. কারিগরি, চিকিৎসা সহ একাধিক ডিপ্লোমা কোর্সে এবং একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।

৪. আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ববর্তী কোর্স ৬০% নম্বর থাকতে হবে। ‌এছাড়াও বেশ কিছু কোর্সের ক্ষেত্রে ৬০% কম হলেও আবেদনযোগ্য।

•বৃত্তির পরিমাণ:

উচ্চ মাধ্যমিক (এইচএস) পরীক্ষা পাস ছাত্র-ছাত্রীরা কমপক্ষে ৬০% নম্বর পেয়ে থাকলে ৫০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। স্নাতকোত্তর অন্যান্য পেশাগত কোর্স শেষ পরীক্ষায় কমপক্ষে ৫৩% নাম্বার পেয়ে থাকলে ছাত্র-ছাত্রীদের ২০,০০০ থেকে ২২,৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে। M.Phil. এর জন্য ৫০০০ Ph.D এর জন্য ৮০০০ টাকা বার্ষিক বৃত্তি দেওয়া হবে। আন্ডার গ্র্যাজুয়েট (মেডিকেল-ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্সে পরীক্ষায় কমপক্ষে ৬০% ডিগ্রির জন্য ৫০০০ এবং ডিপ্লোমার জন্য ২১,৫০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

•প্রয়োজনীয় নথিপত্র:

১. আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশীট।

২. পরবর্তী ক্লাস অথবা ডিগ্রী কোর্সে ভর্তির রসিদ।

৩. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ডের নথিপত্র।

৪. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট জেরক্স। ব্যাংক পাসবুক এর প্রথম পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দেওয়া রয়েছে।

৫. পারিবারের বার্ষিক আয়ের প্রমাণ পত্র। মহিলা আবেদনকারীর ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয়ের নথিপত্রের প্রয়োজন নেই।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করতে হবে নয়তো আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে।

•হেল্পলাইন নম্বর:
SVMCM সংক্রান্ত কোন তথ্য জানতে সরাসরি হেল্পলাইন নাম্বার অথবা ইমেইল আইডিতে যোগাযোগ করুন। ‌নিম্নে অফিশিয়াল ইমেইল এবং ফোন নাম্বার দেওয়া হল।
ইমেল: helpdesk.svmcm-wb@gov.in
ফোন: +1800-102-8014

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

This website uses cookies.