রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য বন দপ্তর। জানানো হয়, রাজ্যের 23 জেলা থেকে কমবেশি বন দপ্তর কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেশ কিছুদিন পর ফের বন দপ্তর চাকরির দারুণ সুযোগ দিচ্ছে। আপনার যোগ্যতা নূন্যতম থাকলেও এক্ষেত্রে চাকরির সুযোগ পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে বন দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনেনিন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। WB Forest Job Recruitment
এদিকে গত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় সরাসরি ঘোষণা করেছিলেন যে, রাজ্যে আগামী কিছুদিনের মধ্যেই প্রায় 5 লক্ষ পদ পূরণ করতে চলেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন, স্বাস্থ্য, দমকল, পঞ্চায়েত, বনদপ্তর, শিক্ষা দপ্তর সহ আরও বহু দপ্তরে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে। এর পাশাপাশি তিনি ওই দিন আরো জানিয়েছিলেন, রাজ্য সরকার ইতিমধ্যে যে সমস্ত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, সে সমস্ত কোম্পানিগুলিতেও কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতিমধ্যে বেশ কয়েকটি দপ্তর করতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ইতিমধ্যে নবান্ন কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে প্রায় ৬ হাজার ৭০০ পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি দমকল বিভাগে প্রায় এক হাজার কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে অতি শীঘ্রই শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কথামতো নিয়োগ প্রক্রিয়া এগোতে চলেছে।
সম্প্রতি যে নিয়োগের কথা তুলে ধরা হয়েছে তা হলো বনদপ্তরের নিয়োগ। বনদপ্তর কর্তৃক জানানো হয়েছে এক্ষেত্রে প্রায় হাজারের মতো শূন্য পদ পূরণ করতে চলেছে। জানা গিয়েছে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এর মত বনদপ্তরেও ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। তবে আপাতত এক্ষেত্রে শূন্য পদ কম থাকলেও পরবর্তীতে এই শূন্যপদ আরো বাড়তে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
WBHRB-র তরফে 6 বিজ্ঞপ্তির নোটিশ জারি, 23 জেলা থেকে প্রচুর নিয়োগ -WB Govt Job Recruitment
জানা গিয়েছে, বনদপ্তরে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে চাকরির মেয়াদ থাকবে ৬০ বছর পর্যন্ত। ৬০ বছর পরে প্রার্থীকে ভাতাও প্রদান করা হতে পারে এমনটাই জানা গিয়েছে। যারা এই পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হিসেবে আপাতত ১২ হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে। তবে শূন্য পদ এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে বলা হয়নি, অফিসিয়াল নোটিশ আসলে তা স্পষ্ট হয়ে যাবে।
সংশ্লিষ্ট নিয়োগ কিংবা অন্য নিয়োগ সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |