WB BDO Office Job Recruitment : রাজ্য সরকারের দারুণ একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া গেল। এবার পশ্চিমবঙ্গ সরকারের সরকারি দপ্তরে চাকরির দারুন সুযোগ রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য। পশ্চিমবঙ্গের ব্লক উন্নয়ন অফিসারের তরফে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রার্থীরা শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ পেতে পারেন। এবার প্রশ্ন হল কোন কোন পদে নিয়োগ করা হবে কিবা যোগ্যতা লাগবে কিভাবেই বা আবেদন করতে হবে আসুন এই প্রতিবেদনে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা করা যাক। নিচে ধাপে ধাপে সব বিস্তারে আলোচনা করা হলো। WB BDO Office Job Recruitment

wb bdo office job recruitment

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সব বিস্তারে আলোচনা করা হলো : 

এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে ব্লক অফিস কর্তৃক সহকারি হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে।

 

যোগ্যতা সমূহ : যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অবশ্যই ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে তাদের বয়স থাকতে হবে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী সর্বাধিক ৬৩ বছর। এছাড়াও যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসার নোটিশ থেকে দেখে নিবেন।

 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা ব্লক অফিসের এই নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সেই প্রার্থীকে প্রতিমাসে বেতন হিসেবে ১১ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও বেতন ও অন্যান্য সরকারি সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

বিভাগতথ্য
নিয়োগকারী সংস্থাব্লক উন্নয়ন অফিস (BDO), পশ্চিমবঙ্গ
নিয়োগকৃত পদসহকারী হিসাবরক্ষক
যোগ্যতাসংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, সর্বাধিক বয়স ৬৩ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)
মাসিক বেতন১১,০০০ টাকা
নিয়োগ প্রক্রিয়াসরাসরি ইন্টারভিউ ভিত্তিক (কোনো লিখিত পরীক্ষা নেই)
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ দিয়ে সুযোগ
প্রয়োজনীয় নথিআবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবি, যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি
ইন্টারভিউর তারিখ৫ ফেব্রুয়ারি ২০২৫

এবার আসা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে :

প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করতে সংশ্লিষ্ট দপ্তর করতে একটি আবেদন পত্র দেওয়া হয়েছে যে আবেদন পত্রটি প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিংবা অফিসিয়াল নোটিশের সঙ্গে ডাউনলোড করে নিয়ে আবেদনপত্রটির প্রিন্ট আউট কপি বের করে নিতে হবে। ওই আবেদন পত্রটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এবং যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এরপর আবেদন পত্রটি। ইন্টারভিউর দিয়ে নিয়ে উপস্থিত হতে হবে তবে প্রার্থীকে অবশ্যই আবেদন করার পূর্বে যোগ্যতা সম্পর্কে আগে বিস্তারিত জেনে নিতে হবে এবং সবকিছু ঠিকঠাক ভাবে পড়ে নিয়ে যদি যোগ্যতা পরিপূর্ণ হয় তাহলে পরবর্তী ধাপে অংশগ্রহণ নিতে পারেন।

 Read More :পশ্চিমবঙ্গ CSC-র মাধ্যমে বিপুল Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন – WB Govt Job Recruitment

কিভাবে নিয়োগ করা হবে :

এক্ষেত্রে যে প্রার্থীর আবেদন জানাতে ইচ্ছুক হবেন এবং যোগ্যতা উপযুক্ত থাকবে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে তবে যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীদের ইন্টারভিউ দিন আবেদন পত্রসহ প্রয়োজনে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।

 

ইন্টারভিউর তারিখ ও স্থান : এক্ষেত্রে ইন্টারভিউর তারিখ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে ওই ব্লক অফিসে ইন্টারভিউ স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে।

 

আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে আগে বিস্তারিত জেনে নিবেন এর জন্য নিচে অফিশিয়াল নোটিশ ডাউনলোড লিংক দেওয়া রয়েছে 👇👇

Official NotificationDownload
Official WebsiteClick Here

 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

By JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.