Trending Business Idea: বর্তমানে ভারত তথা বিশ্বের অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। এই মোবাইল ফোনের ব্যবহারের পাশাপাশি মোবাইল ফোন কে সুরক্ষা প্রদানের জন্য আকর্ষণীয় মোবাইল কভারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে নতুন নতুন ট্রেনিং মোবাইল কভার সকলেই ব্যবহার করতে চাইছে, তবে যথাসময়ে গ্রাহকেরা উপযুক্ত মোবাইল কভার পাচ্ছেন না। তাই বর্তমান মোবাইল ফোনের যুগে আপনি যদি ট্রেন্ড ফলো করে নিত্যনতুন মোবাইল কভার প্রস্তুত করতে পারেন তাহলে আপনার ব্যবসাটি দীর্ঘ স্থায়ী হবে।

মোবাইল কভারের ব্যবসাটি শুরু করতে আপনার নির্দিষ্ট কোন জায়গার প্রয়োজন নেই, আপনি আপনার বাড়িতে বসেই স্বল্প জায়গায় কাজটি সম্পন্ন করতে পারবেন। কারণ বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে আপনার মোবাইল কভার ক্রয় বিক্রয় করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা মোবাইল কভার সংক্রান্ত ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি খুব সহজেই ব্যবসায় সফল হতে চান তাহলে মোবাইল ফোনের এই বিজনেসটি করতে পারেন। নিম্নে মোবাইল ফোন কভারের ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো, আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

মোবাইল কভার ব্যবসা :

মোবাইল কভারের ব্যবসা চাহিদা সারা বছরই থাকে। মার্কেটে নিত্যনতুন মোবাইল ফোন আসার সাথে সাথে সেই মোবাইল কভারের চাহিদা বেড়ে যায়। এছাড়াও বর্তমান ট্রেন্ডিং মোবাইল কভারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডিং কোন মোবাইল কবার ছবি অথবা ভিডিও ভাইরাল হলে তার চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। তাই আপনি যদি মোবাইল কভারের ট্রেনিং মার্কেট ধরতে পারেন তাহলে অনলাইন অফলাইন উভয় ভাবে ব্যবসার লাভবান হতে পারবেন।

ব্যবসার জায়গা এবং সরঞ্জাম :

মোবাইল কভারের ব্যবসা শুরু করতে আপনার নির্দিষ্ট জায়গা প্রয়োজন নেই, আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনে ব্যবসাটি শুরু করতে পারবেন। তবে ব্যবসাটি শুরু করার জন্য আপনার কাছে নিত্যনতুন ভেরাইটি মোবাইল কভার অ্যাভেলেবেল থাকতে হবে। একাধিক মোবাইল কভার উপলব্ধ থাকলেই আপনার কাছে কাস্টমার ভিড় লক্ষ্য করা যাবে। মোবাইল কভারের মধ্যে আপনারা নিম্নলিখিত মোবাইল ফোনের কভার গুলি ব্যবহার করতে পারেন যথা-

সিলিকন কভার: এই সিলিকন কভারটি হালকা, নমনীয় এবং সাশ্রয়ী হয়।
হার্ড কভার: অনেক মোবাইল ইউজারেরা মজবুত, আঘাত প্রতিরোধী হার্ট কভার পছন্দ করে থাকে, কারণ এই কভারটি সহজেই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।
প্রিন্টেড কভার: বর্তমানে বাজারে বিভিন্ন ডিজাইন, ছবি বা লেখা প্রিন্ট করা মোবাইল কভারে চাহিদা বেড়ে চলেছে। আপনারা চাইলে কাস্টমারের ছবি অথবা তার দেওয়া কোন কেউ বস্তুর ছবি পিন্টের আকারে মোবাইল কভারে ব্যবহার করতে পারেন, এতে কাস্টমাররা আগ্রহী হবে।
লেদার কভার: এছাড়াও আপনারা লেদার কভার ব্যবসা শুরু করতে পারেন। লেদার কভার গুলি প্রিমিয়াম লুক ও দীর্ঘস্থায়ী হয় যা কাস্টমারদের অধিক আগ্রহী করে তোলে।

ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ :

মোবাইল কভারের ব্যবসা শুরু করতে আপনাদের খুব বেশি বিনিয়োগ প্রয়োজন নেই। আপনারা সাধ্যমত অল্প কিছু টাকায় ব্যবসাটি শুরু করতে পারেন। ব্যবসাটি শুরু করতে আপনার কত খরচ হতে পারে তার প্রাথমিক খরচ অনুমানের হিসেব নিচে দেয়া হল-
ব্যবসাটি শুরু করতে সর্বপ্রথম আপনাদের প্রিন্টিং মেশিন ও টুলস প্রয়োজন হবে যা কিনতে প্রায় ২৫,০০০ টাকা খরচ হবে। ব্যবসার প্রথমদিকে প্রায় ২০,০০০ টাকা মত মোবাইল কভার ক্রয় করতে হবে। ব্যবসাটি শুরু করে এর প্রচার প্রসার এবং মার্কেটিং খরচ প্রায় ৫,০০০ টাকা মত হবে। অর্থাৎ ব্যবসাতে শুরু করতে আপনাদের সর্বমোট বিনিয়োগ ৫০,০০০ (বাংলাদেশি টাকায় প্রায় ৬০,০০০ টাকার মতো) মত খরচ হবে।

ব্যবসায় মোট মুনাফা :

হোলসেল মার্কেটে অর্থাৎ সাধারণ বাজার থেকে মোবাইল কভার কিনে এনে রিটেইলার হিসেবে বিক্রয় করতে আপনার প্রায় অর্ধেক বেশি লাভ থাকে। একটি কভারের দাম সাধারণত ৩০ থেকে ৮০ এর মধ্যে হয়ে থাকে। রিটেলে এই কভার ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়ে থাকে। অর্থাৎ, প্রতিটি কভারে গড়ে ১০০ বা তার বেশি লাভ পাওয়া সম্ভব। এই কভার গুলিকে যদি আপনারা একটু ডিজাইন এবং প্রিন্ট করে বিক্রি করতে পারেন সে ক্ষেত্রে এর খরচা কিছুটা বৃদ্ধি পেলেও কাস্টমারের চাহিদা আপনার মোবাইল কভারের প্রতি বহু গুণ বেড়ে যাবে।

ব্যবসা বৃদ্ধির জন্য কৌশল :

বাজারে আপনার নির্দিষ্ট দোকান থাকলে সেখান থেকে আপনারা মোবাইল ফোন কভারের ব্যবসাটি শুরু করতে পারেন। যাদের মার্কেটে দোকান নেই তারাও বাড়িতে বসে চাইলে অনলাইনে মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারে। বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া যেমন – ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে পেজ এছাড়াও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz, Evaly, Amazon, Flipkart প্রভৃতিতে আপনার পণ্য লিস্ট করে সেল করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ওয়েবসাইট তৈরি করে নিজের ব্র্যান্ডের ওয়েবসাইট করে সরাসরি বিক্রি করতে পারেন।

By JR Team

JR Team working in this field for five years. We Always try to give you genuine and helpful content related to job, Daily News, Business Idea and others Career. Please follow us regularly.