TATA-তে শীঘ্রই ৪০ হাজার কর্মী নিয়োগ, যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ! কীভাবে নিয়োগ? দেখুন বিস্তারিত

TATA: মানুষের নিত্য প্রয়োজনীয় সেলাই করার সুই থেকে শুরু করে, ঘড়ি, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি টাটা গ্রুপের তৈরি। টাটা গ্রুপের একাধিক সংস্থা রয়েছে। টাটা গ্রুপের অন্যতম একটি শাখা TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সাম্প্রতিক ২০২৫ অর্থ বর্ষে TCS যুগান্তিকার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি ২০২৫ অর্থবছরে ৪০,০০০ চাকরির ব্যবস্থা করতে চলেছে। কিছুদিন আগেই একটা গ্রুপের কর্ণধর রতন টাকা পরলোক গমন করেছেন। তিনি চলে গেলেও টাটা গ্রুপের লাগেসি কমেনি।

tata

বর্তমানে টাটা গ্রুপের অন্যতম কর্তা নোয়েল টাটা। তিনি বলেন টাটা গ্রুপের মাধ্যমে প্রতিবছর কয়েক হাজার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বর্তমানে টাটা গ্রুপের কর্ণধর পরলো গমন করলেও তার আদর্শ থেকে আমরা ভুলিনি। তাই কোম্পানি ২০২৫ সালের মধ্যে ৪০,০০০ নতুন ফ্রেশার নিয়োগের লক্ষ্য নিয়েছে। রাজ্য তথা দেশের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে একাধিক পদ বিশেষ ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। নিম্নে TCS নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা।

TATA TCS বড় ঘোষণা:

টাটা গ্রুপের অন্যতম নামিদামি একটি সংস্থা TCS, এখানে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪০,০০০ এর কাছাকাছি কর্মী নিয়োগ করা হবে। TCS চিফ এইচআর অফিসার মিলিন্দ লাক্কাদ জানিয়েছে আমাদের লক্ষ্য আগামীতে দেশের বেকার যুবক-যুবতীদের বেশি বেশি কাজের সুযোগ করে দেওয়া। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যুবক যুবতীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কাজের অভিজ্ঞতা কম রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে চাকরি‌ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করছি।

Bank Of Baroda Recruitment 2024 : বিপুল শূন্যপদে ছেলে মেয়ে নিচ্ছে এই ব্যাংক, ইচ্ছুক হলে এই ভাবে আবেদন করুন

তিনি TCS কোম্পানির একটি বিশেষ তথ্য তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত, কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা ছিল ৬১২,৭২৪ জন যা আগের ত্রৈমাসিকের তুলনায় অনেক বেশি। বর্তমানে ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫,৭২৬ জন নতুন কর্মী নিয়োগ করেছে টিসিএস। এবার আরো ৪০,০০০ নতুন নিয়োগের সিদ্ধান্ত। এই নিয়োগ প্রক্রিয়া ২০২৫ সাল মধ্যেই সম্পন্ন করা হবে।

TATA TCS মুনাফা:

বর্তমান অর্থ বছরে TCS মুনাফা হয়েছে ১১,৯০৯ কোটি টাকা,যা মোট উৎপাদনের ৫ শতাংশ। এতে TCS কর্মকর্তাগণ সন্তুষ্ট নন। তাই অধিক মুনাফা অর্জন লক্ষে বিশেষ পদক্ষেপ। তারা চাইছে বেশি বেশি কর্মী নিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে। যেহেতু দেশের চাকরি প্রার্থীদের মধ্যে অনেকের প্রশিক্ষণের অভাব রয়েছে।

তাই অনেক ক্ষেত্রে দেখা দিয়েছে কোম্পানি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে বর্তমানে ৪০ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত কোম্পানির মুনাফা পাশাপাশি বহু বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করতে চলেছে। ‌ বর্তমানে ভারতবর্ষে চরম বেকারত্ব দেখা দিয়েছে। স্বাধীনতার পরবর্তীকালে এমন বেকারত্ব বিরল। এছাড়াও করোনা মহামারি কারণে বহু কর্মচারী কাজ হারিয়েছেন। এই অবস্থায় TCS সংস্থার কর্মী নিয়োগের সিদ্ধান্তকে সকলের সাধুবাদ জানিয়েছেন।

HS পাসে ডাটা এন্ট্রি কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন – Data Entry Operator

এই অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প এবং ব্যবসা সম্পর্কীয় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসি যদি আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment