TATA Memorial এ মাধ্যমিক পাশে বহু পদে চাকরির বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন –

TATA Memorial Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, টাটা মেমোরিয়াল সেন্টারে (TMC) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) এবং নার্স প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী নারী-পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতায় সকল আবেদন করতে পারবেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়ায়, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে যাচাই-বাছাই পর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

Tata Memorial Job Recruitment

পদের নাম:

টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. • পরামর্শদাতা পদ।
  2. • মেডিকেল অফিসার পদ।
  3. • ফার্মাসিস্ট পদ।
  4. • মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদ।
  5. • নার্স পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পরামর্শদাতা পদে শূন্য পদের সংখ্যা ১০টি, মেডিকেল অফিসার পদে শূন্য পদের সংখ্যা ০২ টি, ফার্মাসিস্ট পদে শূন্য পদের সংখ্যা ০৮ টি, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে শূন্য পদের সংখ্যা ০৪ টি এবং নার্স পদে শূন্য পদের সংখ্যা ৩৮ টি।

বয়স সীমা:

টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

পরামর্শদাতা পদে কর্মীদের মাসিক বেতন ১,০০০০০ টাকা থেকে ১৪০০০০ টাকা। মেডিকেল অফিসার পদ মাসিক বেতন ৮৪,০০০ থেকে ১০০০০০ টাকা। ফার্মাসিস্ট পদে মাসিক বেতন ২০,০০০ থেকে ২২,০০০ টাকা। মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে বেতন ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা। নার্স পদে বেতন ১৮,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • পরামর্শদাতা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিএম অনকোলজি বা সমতুল্য পিজি বা এমডি/ডিএনবি ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে 2 বছরের পিজি পোস্টের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মেডিকেল অফিসার পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি, অনকোলজি সেটআপে অভিজ্ঞতা থাকতে হবে।
  • ফার্মাসিস্ট পদে আবেদনকারী 1 বছরের অভিজ্ঞতা সহ ফার্মা বা D. ফার্মা হাসপাতালের ফার্মাসিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে আবেদনকারী কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে।
  • নার্স পদে আবেদনকারী কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM/BSc নার্সিং সম্পূর্ণ করতে হবে।

রাজ্যে একসঙ্গে 12 ধরনের গ্রুপ-D ও C পদে চাকরির সুযোগ, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সুযোগ – WB Group D Job Recruitment

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে বাছাই করা হবে।

পদের নামশূন্য পদবেতন (₹)ইন্টারভিউ তারিখ
পরামর্শদাতা১০১,০০,০০০ – ১,৪০,০০০১৫ জানুয়ারি ২০২৫
মেডিকেল অফিসার০২৮৪,০০০ – ১,০০,০০০১৬ জানুয়ারি ২০২৫
ফার্মাসিস্ট০৮২০,০০০ – ২২,০০০১৭ জানুয়ারি ২০২৫
মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)০৪১০,০০০ – ১৫,০০০২১ জানুয়ারি ২০২৫
নার্স৩৮১৮,০০০ – ২২,০০০২০ জানুয়ারি ২০২৫

আবেদন তারিখ:

ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউয়ের দিন নিম্নে উল্লেখ করা হলো। পরামর্শক পদে আবেদনকারীর ইন্টারভিউ এর তারিখ 15ই জানুয়ারী 2025। মেডিকেল অফিসার পদে ইন্টারভিউ-এর তারিখ 16 জানুয়ারী 2025। ফার্মাসিস্ট পদে ইন্টারভিউ এর তারিখ 17 জানুয়ারী 2025। ডে কেয়ার (সমন্বয়ক) পদে ইন্টারভিউ এর তারিখ 20 জানুয়ারী 2025। মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে ইন্টারভিউ এর তারিখ 21শে জানুয়ারী 2025।

Official NotificationDownload
Official WebsiteClick Here

 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now