চলতি বছরের অর্থবর্ষে ভারতের জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Service) বেশ কিছু ফ্রেশার কর্মী নিয়োগ করতে চলেছে। জুন কোয়ার্টারেই টিসিএস (TCS) ৫৪৫২ জন কর্মীর নিয়োগ ইতিমধ্যেই সেরে ফেলেছে। বর্তমান সময়ে এই কোম্পানির কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬৯৯৮ জনে।
এই অর্থবর্ষে টিসিএস (Tata Consultancy Service) প্রায় ৪০ হাজার প্রেশার নিয়োগ করার পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে টিসিএসের চিফ এইচআর মেলিনন্দ লক্কাড় এক জনপ্রিয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন ভারত চিরকালই প্রতিভার গন্তব্যস্থল, এবং ভবিষ্যতেও এটি পরিবর্তন হবে না। ভারতের বিভিন্ন প্রতিভাবান মানুষদের জন্য ইতিবাচক পথের ব্যাপারে তিনি খুবই আত্মবিশ্বাসী। TATA Company Job Recruitment
আমরা সকলেই দেখেছি যে, বর্তমান সময়ে সফটওয়্যার কোম্পানিগুলোতো এ আই (Artificial intelligence) এর ব্যবহার বাড়ছে। তাই এই প্রসঙ্গে মিলিন্দ লাক্কাত জানিয়েছেন যে টিসিএস (TCS) এর কর্মীরা মানিয়ে নেওয়ার জন্য সব সময় পারিদর্শী। অফিসে উপস্থিতি সংগত করতে সংস্থাটি সম্প্রীতি তার পরিবর্তণীয় বেতন এর আপডেট করেছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে টিসিএস (TCS) এর প্রায় ৭০% কর্মচারী এখন অফিসে এসে কাজ করছেন। তবে এই ধারণাটি কিন্তু শাস্তিমূলক নয় বরং অফিসের উপস্থিতিকে ইতিবাচক ভঙ্গিতে উৎসাহিত করা।
এর পাশাপাশি চিফ এইচআর (HR) আরো জানিয়েছেন যে , তারা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছে যে সেখানে ৭০% প্লাস নম্বর নিয়েই তারা ভীষণ খুশি। তারা এক চতুর্থংশ, দুই ত্রৈমাসিক, তিন ত্রৈমাসিক বা বছরের জন্য চালিয়ে যাবে কিনা সেই বিষয়ে পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মতে যে এটা এমন কিছু সিদ্ধান্ত নয় যে তারা মানুষকে শাস্তি দিতে চায়। এটা সর্বশেষ ব্যবস্থা যা তারা এখন গ্রহণ করেছে। যে সমস্ত কর্মীরা কাজে আসার মূল্য বোঝেনা, তারা যেন তা বোঝেন। আর এইটাই বোঝানোর জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। TATA Company Job Recruitment
আবার টিসিএস (TCS) এর নিয়োগের খবর প্রতিটি কর্মপ্রার্থীকে উৎসাহ দান করবে। ভারতবর্ষে দিনে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই মুহূর্তে যদি কোনো সংস্থা নতুন করে কর্মী নিয়োগের জন্য ঘোষণা করে তবে তা কর্মপ্রার্থী ব্যক্তিদের মনে খুশির সঞ্চার করে। বহু প্রার্থীরা উপযুক্ত শাখায় পড়াশোনা করেও ভালো চাকরি পাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে বহু প্রার্থীরাই টিসিএস এর চাকরি করার স্বপ্ন দেখেন। তাদেরই আশা পূরণ হতে চলেছে। ফ্রেশারদের চাকরির সুযোগ দিতে চলেছে জনপ্রিয় এই আইটি কোম্পানি। তাই এটি আইটি সংস্থার কর্মীদের কাছে খুবই ভালো খবর।
Written by Nupur Chattopadhyay
Source : https://bangla.hindustantimes.com/career/tcs-will-hire-40-000-freshers-candidates-current-year-new-hope-in-it-sector-31721039663520.html
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |