চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। এসএসসির পক্ষ থেকে নতুন করে কনস্টেবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল জিডি নিয়োগের (SSC Constable GD নিয়োগ ২০২৪) জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে প্রার্থী নিয়োগ করা হবে ৩৯ হাজারেরও বেশি শূন্য পদে। মাধ্যমিক পাস করা প্রার্থীরা ৫ই সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৪ই অক্টোবর ২০২৪ পর্যন্ত এই পদের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে কিভাবে আবেদন জমা করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? সেগুলি জানার জন্য জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
নিচে পদের নাম ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
পদের নাম- স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ কনস্টেবল নিয়োগ এর জন্য (SSC Constable GD নিয়োগ ২০২৪) যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কনস্টেবল জিডি নিয়োগের কথা বলা হয়েছে।
শূন্য পদের সংখ্যা- মোট ৩৯,৪৮১ শূন্যপদে প্রার্থী নিয়োগ করার কথা জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ।
মাসিক বেতন স্কেল: এসএসসি কনস্টেবল জিডির পদগুলির জন্য যে প্রার্থীদের নিযুক্ত করা হবে তারা প্রতিমাসে বেতন হিসেবে লেভেল ১ ও ৩ অনুসারে ১৮,০০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা রোজগার করতে পারবেন।
যোগ্যতার মাপকাঠি (SSC Constable GD Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: – এসএসসি কনস্টেবল জিডি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে।
বয়সসীমা: – এক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে এস সি এস টি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।
আবেদন করার পদ্ধতি (SSC GD Recruitment 2024 Apply Process)-
১) SSC Constable GD নিয়োগ ২০২৪ এ আবেদন করতে গেলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে হবে।
২) এসএসসির (SSC) অনলাইনে গিয়ে প্রথমে চাকরির নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিতে হবে।
৩) SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘Career’ অথবা ‘Recruitment’ এগিয়ে চাকরির ফর্মটি ফিলাপ করতে পারবেন।
৪) ফর্মটি নির্ভুলভাবে পূরণ করা হলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) পরিশেষে পরীক্ষার মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে।
আবেদনের মূল্য- এই পরীক্ষার মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। অপরদিকে এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন মূল্য প্রদান করতে হবে NEFT, Gpay, Paytm ও নেট ব্যাংকিংয়ের মাধ্যমে।
আবেদনের সময়সীমা- এই চাকরির আবেদন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে, আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৪ অক্টোবর ২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি (SSC Constable GD Recruitment 2024 Selection Process)-
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল জি ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থী বাছাই করা হবে মূলত যে পরীক্ষাগুলির মাধ্যমে সেগুলি হল
১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
২) শারীরিক দক্ষতা পরীক্ষা
৩) শারীরিক পরিমাপ পরীক্ষা
৪) মেডিকেল পরীক্ষা
৫) ডকুমেন্ট ভেরিফিকেশন
Written by Nupur Chattopadhyay
Official Website : Click Here
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU