ফের ৫৭০০ শূন্যপদে রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন করুন – Railway NFR Job Recruitment

Railway NFR Job Recruitment :চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ভারতীয় রেলওয়ে তরফে পুনরায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় রেলওয়ে এর (NFR)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেলওয়ে তে Act Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ৫ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে।

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত ভারতীয় রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তবে নিয়োগের পূর্বে শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখুন। নিম্নে ভারতীয় রেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- আবেদন কিভাবে করবেন? শূন্য পদ কত রয়েছে? শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।

Railway NFR Job Recruitment

 ফের ৫৭০০ শূন্যপদে রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন করুন - Railway NFR Job Recruitment

মোট শূন্য পদের সংখ্যা:

রেলের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে Act Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে। এই Act Apprentice পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ৫,৬৪৭ টি।

আবেদন পদ্ধতি:

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদন কারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আবেদনকারী পূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে থাকলে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করেলেই আবেদনের পেজ খুলবে। আবেদন পেজে উল্লেখিত নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ১০০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর যথা- SC, ST, PwBD, EBC, মহিলা চাকরি প্রার্থীদের আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন তারিখ:

আবেদন প্রক্রিয়াগত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

বয়স সীমা:

উত্তরপূর্ব ভারতীয় রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর মধ্যে হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। ওবিসি চাকরি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইভ চাকরিপ্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

ভারতীয় রেলের বেসিক পে অনুযায়ী বেতন নির্ধারিত রয়েছে। পরবর্তীকালে ধাপে ধাপে বেতনের পরিমাণ বাড়বে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় ITI আবশ্যিক। তাই যে সকল চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই রয়েছে তারা নির্দ্বিধায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের, বাছায়ের ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীর মাধ্যমিকের নাম্বার এবং ITI সার্টিফিকেট ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। ‌ এই লিস্টে যারা এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র দেওয়া হবে।

 

ভারতীয় রেলের NFR নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Official Website + Application Link

Official Notification :Download Here

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you