ফের রেলের রফিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞকে প্রকাশ করে জানানো হয়েছে রেলের উত্তর-পূর্ব শাখায় বিপুল সংখ্যক শূন্য পদে রেল কর্মী নিয়োগ করা হচ্ছে। দেশের যেকোন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা যোগ্য হলে আবেদন জানাতে পারবেন। রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া ও আবেদন ফি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। Railway Job Recruitment
নিচে শূন্যপদের নাম ও নিয়োগের এড়িয়া দেওয়া হল–
1.Mechanical Workshop/ Gorakhpur-411
2.Signal Workshop/ Gorakhpur Cantt-63
3. Bridge Workshop /Gorakhpur Cantt-35
4. Mechanical Workshop/ Izzatnagar-151
5.Diesel Shed / Izzatnagar-60
6.Carriage & Wagon / Izzatnagar-64
7.Carriage & Wagon / Lucknow Jn-155
8.Diesel Shed / Gonda-90
9.Carriage & Wagon / Varanasi- 75
মোট শূন্যপদ : 1104 টি
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস থাকতে হবে।
বয়স সীমা : রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে সাধারণত Sham থাকতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি : রেলের বর্তমান নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে উত্তর পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে অনলাইন আবেদন লিংকে ক্লিক করে ফরম ফিলাপ করতে হবে। আবেদন করার সময় অবশ্যই জরুরি রকমের সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো ফটোকপি বা সিগনেচার আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি :অনলাইনে মাধ্যমে আবেদন করতে সাধারণ ও ওবিসি প্রার্থীদের অনলাইন মাধ্যমে 100 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কোন রকম আবেদন ফি জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া :যে সমস্ত চাকরিপ্রার্থীরা যোগ্য হবেন এবং সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে মেরিট স্ক্রিনিং, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে।
অনলাইন আবেদন করার তারিখ সমূহ : অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে 11 জুলাই 2024 তারিখ পর্যন্ত।
Official Notification Download
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU