রেলে ফের 4232 পদে ফ্রী চাকরির প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে আবেদন করে ফেলুন -Railway Apprentice Recruitment

Railway Apprentice Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, ভারতীয় রেলের তরফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো । নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাউথ সেন্টার রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তাই যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন যাবত ভারতীয় রেলে কর্মী নিয়োগের প্রতীক্ষায় বসে ছিলেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।

railway apprentice recruitment

পদের নাম :

ভারতীয় রেলের S.C জোনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  • এসি মেকানিক পদ।
  •  শীত তাপ নিয়ন্ত্রণ পদ।
  • ছুতার পদ।
  • ডিজেল মেকানিক পদ।
  •  ইলেকট্রনিক মেকানিক পদ।
  • ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদ।
  •  ইলেকট্রিশিয়ান পদ।
  • বৈদ্যুতিক (S&T) পদ।
  • পাওয়ার রক্ষণাবেক্ষণ (ইলেকট্রিশিয়ান) পদ।
  • ট্রেনের আলো (ইলেকট্রিশিয়ান) পদ।
  •  ফিটার পদ।
  • মোটর মেকানিক ভেহিকেল (MMV) পদ।
  •  যন্ত্রবিদ পদ।
  • মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ পদ।
  •  চিত্রকর পদ।
  • ওয়েল্ডার পদ।

মোট শূন্য পদের সংখ্যা :

সাউথ সেন্ট্রাল জোনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা প্রায় ৪২৩২ টি। এর মধ্যে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে।

যেমন – এসি মেকানিক পদে শূন্য পদের সংখ্যা ১৪৩, শীত তাপ নিয়ন্ত্রণ মোট শূন্য পদের সংখ্যা ৩২, ছুতার পদে মোট শূন্য ৪২, ডিজেল মেকানিক পদে শূন্য পদের সংখ্যা ১৪২, ইলেকট্রনিক মেকানিক পদে শূন্য পদের সংখ্যা ৮৫, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদে মোট শূন্য পদের সংখ্যা ১০,  ইলেকট্রিশিয়ান পদে শূন্য পদের সংখ্যা ১০৫৩, বৈদ্যুতিক (S&T) পদে শূন্য পদের সংখ্যা ১০, পাওয়ার রক্ষণাবেক্ষণ (ইলেকট্রিশিয়ান) পদে শূন্য পদের সংখ্যা ৩৪, ট্রেনের আলো (ইলেকট্রিশিয়ান) পদে মোট শূন্য পদের সংখ্যা ৩৪, ফিটার পদে মোট শূন্য পদের সংখ্যা ১৭৪২, মোটর মেকানিক ভেহিকেল (MMV) পদে মোট শূন্য পদের সংখ্যা ৮, যন্ত্রবিদ পদে মোট শূন্য পদের সংখ্যা ১০০, মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ পদে কর্মী নিয়োগ করা হবে ১০ টি,  চিত্রকর পদে শূন্য পদের সংখ্যা ৭৪, ওয়েল্ডার শূন্য পদের সংখ্যা ৭১৩ টি।

বয়স সীমা :

ভারতীয় রেলে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছার পাবেন।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ITI সম্পূর্ণ করতে হবে।

 Read More :কেন্দ্রের এই স্কিমে মাসিক পাবেন ৯ হাজার টাকা, এখনই আবেদন করে ফেলুন – Central Government Scheme

বিষয়বিবরণ
পদের নামএসি মেকানিক, শীত তাপ নিয়ন্ত্রণ, ছুতার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার ইত্যাদি।
মোট শূন্যপদ৪২৩২ টি
বয়স সীমা১৫ থেকে ২৪ বছর (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় প্রযোজ্য)
শিক্ষাগত যোগ্যতা৫০% নম্বর সহ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI সম্পন্ন।
আবেদন পদ্ধতিঅনলাইনে
আবেদন ফি১০০
আবেদন শেষ তারিখ২৭ জানুয়ারি ২০২৫

 

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক প্রতিবেদনে নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কিছু আবশ্যিক নথিপত্র প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় নথিপত্রগুলি নিম্নে উল্লেখ করা হলো।

  1. বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
  2.  শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কসিট এবং সার্টিফিকেট।
  3. সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জাতিগত সংশায় প্রমাণপত্র।
  4. আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/আধার কার্ড/পাসপোর্ট প্রভৃতি।
  5. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  6. ITI এবং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট।

আবেদন ফি :

অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শেষে আবেদন মূল্য প্রদান করতে হবে। ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য হিসেবে লাগবে।

 Read more :রাজ্যের BDO, SDO ও পৌরসভা অফিসে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন করতে যোগ্যতা দেখেনিন

আবেদনের তারিখ :

২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন চলবে ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিসের নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারবেন।

Official NotificationDownload
Official WebsiteClick Here

 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now