Post Office MIS Scheme 2025: পোস্ট অফিসের এমআইএস (মান্থলি ইনকাম স্কিম) প্রকল্প বর্তমানে মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য এক দারুণ আয়ের উৎস হয়ে দাড়িয়েছে। এখানে এককালীন বিনিয়োগ করেই মাসে মাসে হাতে আসবে নিশ্চিত আয় করা সম্ভব হবে। আর্থিক অনিশ্চয়তার এই সময়ে, যেখানে বাজার ওঠানামার মাঝে স্থির কিছু খুঁজে পাওয়া দুষ্কর, সেখানেই পোস্ট অফিসের এই স্কিম যেন সুরক্ষার এক আশ্রয় হয়ে উঠেছে।
এদিকে বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সেভিংস স্কিমের তুলনায় বেশ আকর্ষণীয় হতে চলেছে। সবচেয়ে বড় কথা, এই প্রকল্পে বিনিয়োগের পর মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যা দিয়ে দৈনন্দিন খরচ থেকে শুরু করে ঔষধ, বাজার, এমনকি বাড়ির বিদ্যুৎ বিলও মেটানো যায় অনায়াসে।
যে কেউ, যাঁর বয়স ১৮ বা তার বেশি, তিনি এই প্রকল্পে অংশ নিতে পারেন। চাইলে অভিভাবকের মাধ্যমে নাবালকের জন্যও একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে এখানে। বড় কথা হল এই প্রকল্পে সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্ক মিলে যৌথ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। আগে যেখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল কিছুটা কম, এখন তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সিঙ্গেল অ্যাকাউন্টে ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ ছিল, আর যৌথ অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
ধরা যাক, আপনি বা আপনার পরিবার যদি জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা এককালীন জমা করে থাকেন, সেক্ষেত্রে মাসে মাসে পাবেন ৫,৫৫০ টাকা, যা তিন মাসে দাঁড়ায় ১৬,৬৫০ টাকার ঘরে। এই টাকা সুদের হিসেবে আপনার অ্যাকাউন্টে নিয়মিত জমা হতে থাকবে। অর্থাৎ, আপনি বাড়িতে বসেই আয় করতে পারবেন, সেটাও কোনও রকম ঝুঁকি ছাড়াই ঘরে বসে সম্ভব হবে।
পোস্ট অফিসের এমআইএস প্রকল্পের মেয়াদ ৫ বছর। ৫ বছর পর আপনি চাইলে আবার পুনর্নবীকরণ করতে পারবেন এই স্কিমে, অথবা অন্য কোনও সেভিংস অপশনে অর্থ স্থানান্তর করে আরও ভালো রিটার্ন পেতে পারেন। তবে এই স্কিমে সবচেয়ে বড় সুবিধা হল মাসিক ইনকামের নিশ্চয়তা প্রদান। পেনশন না থাকলেও, এই আয়ের জায়গাটা অনেকটাই পূরণ করতে সক্ষম হবে।
এই প্রকল্প বিশেষভাবে উপযোগী প্রবীণ নাগরিক, গৃহবধূ বা এমন কারো জন্য, যাঁদের নির্দিষ্ট একটি সেভিংস আছে কিন্তু তাঁরা সেই সেভিংসকে মাসিক আয়ে রূপান্তর করতে ইচ্ছুক। বর্তমান সময়ের বাজারে যেখানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তা বিরাজ করছে, সেখানে পোস্ট অফিসের এই ধরণের গ্যারান্টি সহ প্রকল্প সত্যিই প্রশংসার দাবি রাখে।
যদি আপনার বাড়িতে অপ্রয়োজনীয় পড়ে থাকা টাকা থেকে বা আপনি ভালো জায়গায় সেভিংস করতে ইচ্ছুক হন, তাহলে সেটিকে কাজে লাগিয়ে এই ধরণের স্থির ও নির্ভরযোগ্য আয় পেতে পারেন আপনি নিজেই অথবা পরিবারের অন্য সদস্যও লাভ নিতে পারেন। পোস্ট অফিসের MIS প্রকল্পে বিনিয়োগ মানে শুধু নিরাপদ ভবিষ্যৎ নয়, বরং একটা স্বস্তিকর বর্তমানও।