পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মখালি, বেকাররা আবেদন করুন – PNB Bank Job Vacancies

PNB Bank Job Vacancies : এবার বেকার যুবক যুবতীদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাজের দারুন সুযোগ দিয়েছে। ইতিমধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুরুষ মহিলা সকলে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। বেকার যুবক যুবতীদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করার দারুন সুযোগ দেওয়া হচ্ছে। যারা এখনো পর্যন্ত তাদের আবেদন করেননি তার অবশ্যই আবেদন করে নিতে পারেন। এক্ষেত্রে যারা আবেদনের মাথায় ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।

pnb bank job vacancies

কী পদে নিয়োগ করা হবে :

এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করতে গিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে যে কোন পদে নিয়োগ করা হবে তা হলো বিশেষ অফিসার পদ। এবং ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৩৫০ টি।

Post NameSpecialist Officer
No Of Total Posts350

শিক্ষাগত যোগ্যতা :

এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন সেক্টরের পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিভিন্ন। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা ভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

বয়সসীমা :

শিক্ষাগত যোগ্যতার মতো বয়সসীমাও পদ অনুযায়ী আলাদা আলাদা হবে। নূন্যতম ২৫ বছর থেকে সর্বাধিক ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

Age Limit25-38 ( Deferent as per posts)
Age RelaxationAs Per Govt Rule

মাসিক বেতন কাঠামো : এক্ষেত্রে বিভিন্ন সেক্টরের পদের জন্য মাসিক বেতন আলাদা আলাদা। নূন্যতম ৪৮ হাজার থেকে সর্বাধিক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী মাসিক বেতন সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

আবেদন পদ্ধতি :

এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃত্ব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে আবেদন করতে চাইলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে।

  • অনলাইনে ফরম ফিলাপ করতে প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এরপর সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে।
  • ফরম ফিলাপ চলাকালীন প্রার্থীকে বেশ কিছু জরুরি তথ্য ও তুলে ধরতে হবে এবং বেশ কিছু জরুরি ডকুমেন্টস নির্দেশ মত আপলোড করতে হবে।
  • এরপর প্রার্থীকে সমস্ত তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক হবেন এবং সফল ভাবে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে দুটি পদ্ধতি অবলম্বন করে। প্রথমত লিখিত পরীক্ষা ও তারপর সফল হলে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য :

এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই আবেদন মূল্য জমা করতে হবে। এসসি ও এসটি এবং পিডব্লিউটিএদের জন্য আবেদন মূল্য হবে ৫০ টাকা অন্যান্য প্রার্থীদের জন্য আবেদন মূল্য হবে ১০০০ টাকা সঙ্গে জিএসটি জমা করতে হবে।

sc,st,pwdRs 50 + GST
OtherRS 1000+GST

আবেদন করা তারিখ সমূহ : ইতিমধ্যে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রার্থীর আবেদন জানাতে পারবেন ২৪ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসে নোটিশ ডাউনলোড করে এ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হলো অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরো বিস্তারিত জেনে তবে এক্ষেত্রে আবেদন করবেন।

Official NotificationDownload
Official WebsiteClick Here

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"