Old Note Business Idea :মাত্র ৫ টাকা থাকলেই লাখপতি হওয়ার সূবর্ণ সুযোগ। যতদিন যাচ্ছে টাকার দাম ক্রমশ হ্রাস পাচ্ছে। কয়েক বছর আগে ০৫ টাকার যতটা জিনিস কিনতে পারতেন বর্তমানে ০৫ টাকায় তেমন কিছুই পাওয়া যায় না। মুদ্রা স্ফীতির কারণে দিনের সাথে সাথে টাকার মূল্য হ্রাস পাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের আলমারির লকারে অথবা পার্সে দীর্ঘকাল যাবত পাঁচ টাকার নোট অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
এই ৫ টাকা মূল্য সামান্য হলেও ৫ টাকা আপনার ভাগ্য চিরদিনের মত বদলাতে পারে। আপনি পাঁচ টাকার বিনিময়ে রাতারাতি হয়ে যেতে পারবেন লাখপতি। তাই পাঁচ টাকার নোট যাদের কাছে রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত সুখবর। পুরনো ৫ টাকার নোট দিয়ে আপনি রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন। কথাটি শুনেই আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন। পাঁচ টাকা থাকলে কিভাবে আপনারা লাখপতি হতে পারবেন এবং লাখপতি হওয়ার পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিম্নে আলোচনা করা হলো। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদন বিস্তারিত দেখুন।
৫ টাকার নোটের বৈশিষ্ট্য: –
RBI ভারত সরকারের কাগজের টাকার নোট ছাপার কাজ করে থাকেন। RBI প্রতিটি টাকার নোটের মধ্যে নির্দিষ্ট একটি সিরিয়াল নাম্বার দিয়ে থাকেন। পুরনো ৫ টাকার নোট গুলোতেও ঠিক একই ভাবে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। সিরিয়াল নাম্বার গুলির মধ্যে এমন কিছু লাকি নাম্বার রয়েছে যেগুলি আপনার ৫ টাকার নোটের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই আপনার কাছে যে ৫ টাকার নোট রয়েছে তার মধ্যে লাকি নম্বর গুলো রয়েছে কিনা দেখুন। আপনার ৫ টাকার নোটে নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি থাকলে তাকে বিক্রি করে আপনি কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। ৫ টাকার নোটের বৈশিষ্ট্য গুলি হল-
- আপনার 5 টাকার নোটটি কাগজের প্রিন্ট আউট হতে হবে। যার সামনের দিকে মহাত্মা গান্ধীর ছবি থাকতে হবে এবং অপর পাশে ট্রাকটার চালিত এক কৃষকের ছবি থাকতে হবে।
- ৭৮৬ নাম্বার ইসলাম ধর্মে পবিত্র এবং লাকি নাম্বার হিসেবে ধরা হয়। তাই আপনার ৫ টাকার নোটের সিরিয়াল ৭৮৬ নম্বর থাকতে হবে।
- এছাড়াও আপনার ৫ টাকার নোটের সিরিয়াল নম্বর ১২৩৪৫৬ হয়, তাহলেও তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবে।
নোট বিক্রির পদ্ধতি: –
আপনার ৫ টাকার নোটের উপরে উল্লেখিত বৈশিষ্ট্য গুলি থাকলে, তা বিক্রি অথবা নিলাম করে আপনি আর্থিক লাভবান হতে পারবেন। আপনি জাতীয় এবং আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিতে পারেন। যদি আপনার কাছেও এই ধরনের নোট থাকে কোনও ক্ষতি ছাড়াই আপনি এটি নিলাম করতে পারেন। ইন্টারনেটে এই সম্পর্কিত অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি তাদের মাধ্যমে আপনার ৫ টাকার নোট নিলাম করতে পারেন। অনলাইনে টাকা নিলামের জনপ্রিয় একটি ওয়েবসাইট হল coinbazzar.com এখানে প্রবেশ করে সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনার আইডিতে পাঁচ টাকার নোটের ছবি আপলোড দিতে হবে। ছবি আপলোড দেওয়ার পর টাকার মূল্য নির্ধারণ করতে হবে। আপনি আপনার চাহিদা অনুযায়ী টাকার মূল্য নির্ধারণ করতে পারবেন। এবার অনলাইনের মাধ্যমেই আপনার টাকা পছন্দ হলে আগ্রহী ব্যক্তিরা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এভাবেই খুব সহজ পদ্ধতিতেই আপনার 5 টাকার নোটটি বিক্রি করে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
Content Source : Click Here
* সোর্স থেকে নির্ভর করে প্রতিবেদনটি রচনা করা হয়েছে। আমরা সত্যতা যাচাই করিনি। নিজ দায়িত্বে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিবেন।
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.