পুঁজি মাত্র 5 হাজার, মাসে আয় করতে পারবেন 50 হাজার পর্যন্ত -New Business Idea

বর্তমানে চাকরির মন্দা বাজারে  ব্যবসাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে । ব্যবসা ছোট হোক বা বড়ো সব ক্ষেত্রেই মোটা আয় করতে পারবেন । আমরা সকলে জানি ব্যবসার ক্ষেত্রে টাকা আয়ের নিদিষ্ট কোনো গন্ডি থাকে না। অনেকে আবার চাকরির পরিবর্তে ব্যবসাকে বেশি গুরুত্ব দিয়েছে । ব্যবসায় (Business) আপনি নিজের ইচ্ছা মতো দিন কাটাতে পারেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে চাকরির থেকেও বেশি টাকা আয় করা সম্ভব। কেননা দিনশেষে টাকায় সবকিছু। তাই টাকা চাকরি থেকে আসুক কিংবা ব্যবসা থেকে, টাকার মূল্য কিন্তু সব ক্ষেত্রে একই থাকে। এই মূল্য বৃদ্ধির বাজারে ভালো আয় না থাকলে শখ পূরণ করায় বড়ো দায়। আসুন তাহলে আজকের প্রতিবেদনে  দারুণ একটি ব্যবসা (Businnes) সম্পর্কে আলোচনা করি। New Business Idea

New Business Idea

প্রত্যেক ব্যবসা শুরু করার আগে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সব জেনে শুনে ব্যবসায় পা বাড়ালে ক্ষতির মুখ দেখতে কম দেখতে হবে। আর সবকিছু জেনে শুনে ব্যবসা শুরু করলে ভালো আয়ও করা সম্ভব হয়। ব্যবসা শুরু করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আগে অবশ্যই জানতে হবে, যে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তার মার্কেট চাহিদা কেমন। আরও জানতে হবে ব্যবসার ক্ষেত্রে কত টাকার পুঁজি খাটাতে হবে। এরপর আপনার ব্যবসার স্থান বা জনসংগম কেমন? এই বিষয়গুলি ঠিকঠাক থাকলে ওই ব্যবসায় উন্নতি করতে বেশি অসুবিধা হয় না। New Business Idea

 

সাধারণত নতুন করে ব্যবসা শুরু করতে অনেকের মনে নানা প্রশ্ন দেখা যায়। সব থেকে বড়ো প্রশ্ন হলো, বর্তমানে ব্যবসা লরতে প্রচুর পুঁজি খাটাতে হয়। কিন্তু আজকে আমরা যে ব্যবসার কথা বলতে যাচ্ছি, এখানে খুবই অল্প পুঁজি খাটিয়ে মাসে মাসে প্রায় 40 হাজার টাকা পর্যন্ত আয় করার সম্ভব। কেননা পুঁজি কম ঠিকই কিন্তু যে ব্যবসার কথা বলতে যাচ্ছি সেখানে লাভ প্রায় দ্বিগুণ । একটু বুদ্ধি খাটিয়ে এই ব্যবসার বাজার ভালো করতে পারলে আপনি দেখতে দেখতে হয়ে যেতে পারেন লাখপতি। New Business Idea

 

আজকে যে ব্যবসার কথা বলতে যাচ্ছি এই ব্যবসায় পুঁজিও লাগবে সামান্য।  সকলে অতি সহজে এই ব্যবসা শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনি মাত্র 5-10 হাজার টাকা পুঁজি খাটিয়ে মাসে মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর যদি আপনি বেশি পুঁজি লাগাতে পারেন তাহলে আয়ও করতে পারবেন অনেক। এক্ষেত্রে বড় কথা হলো, এই ব্যবসা বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ এমনকি এই ব্যবসার ভবিষ্যত চাহিদা ব্যপক। New Business Idea

মাত্র 50 টাকায় 35 লক্ষ রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করুন -India Post Scheme

 

 যে ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি তা হলো মোবাইলের প্রয়োজনীয় জিনিস পত্র বিক্রি করা। বর্তমানে জনে জনে মোবাইল ফোন ব্যবহার দেখা যায়, এই কারনে প্রতিনিয়ত মোবাইল ফোনের বিভিন্ন সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে।যেমন- মোবাইল স্রিন গার্ড, ব্যাক কভার, চার্জার, হেডফোন, ডাটা কেবল ছাড়াও আরও বহু ধরনের মোবাইল সামগ্রী রয়েছে। ইলেকট্রনিকস জিনিসের পাইকারি মূল্য খুবই কম এবং তা বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হয়। যদি কম পুঁজি খাটিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় ইলেকট্রনিকসের বিভিন্ন সামগ্রী বিক্রি করতে পারেন, তাহলে ভালো আয় করা সম্ভব। যদি আপনার পুঁজির পরিমান বেশি থাকে, তাহলে মেবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিকস জিনিসপত্র বিক্রি করে লক্ষ লক্ষ টাকা অবধি আয় করতে পারবেন। New Business Idea

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now