45 টাকা করে জমিয়ে পান 25 লক্ষ টাকা, LIC-র দারুণ স্কিমের সুবিধা নিন -Life Insurance Corporation Scheme

ভারতীয় বীমা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় বীমা কোম্পানি হল লাইফ ইনসিওরেন্স অফ ইন্ডিয়া ( Life Insurance Of India)। ছোট ছোট শহরে যেমন এলআইসির (Life Insurance) বিভিন্ন শাখা অবস্থিত রয়েছে তেমনি দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এলআইসির (LIC) এজেন্টরা। তাই এল আই সির (Life Insurance) পরিষেবা পতে কোনো মানুষের সমস্যা হয় না।

লাইফ ইনসিওরেন্স অফ ইন্ডিয়া (Life Insurance Of India) হল কেন্দ্র সরকারের অধীনস্থ একটি বীমা কোম্পানি। তাই এলআইসিতে (LIC) যেমন পলিসির নিরাপত্তা রয়েছে অপরদিকে এই পলিসির মাধ্যমে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এলআইসি (LIC) বিভিন্ন ধরনের প্ল্যান লঞ্চ করে থাকে। এরই মধ্যে সবথেকে জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান (Insurance Plan) হল LIC জীবন আনন্দ প্ল্যান (Jeevan Aanand Plan)। এই ইনসিউরেন্স প্ল্যানের মাধ্যমে আপনি প্রত্যেকদিন ৪৫ টাকা করে জমা করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে LIC এর জনপ্রিয় জীবন আনন্দ পলিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

lic

এলআইসি জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Plan)

প্রতিটি গ্রাহকের কাছে LIC এর জীবন আনন্দ পলিসিটি (Jeevan Aanand Plan) জনপ্রিয় হয়ে ওঠার কারণ হল এই পলিসিটিতে কম টাকা প্রিমিয়াম দিয়ে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এই পলিসিটি লং টার্ম ইনসিওরেন্স প্ল্যান। অর্থাৎ দীর্ঘ বছর ধরে এটিতে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে বেশি অর্থ কিন্তু বিনিয়োগ করতে হয় না। সামান্য কিছু টাকা রাখলেই এই ইন্সিওরেন্স প্ল্যানের বড় সুবিধা উপভোগ করা যায়। যদি আপনি প্রতিদিন ৪৫ টাকা করে জমা করেন তাহলে ২৫ লক্ষ টাকা বীমা কাভারেজের সুবিধা পাবেন। ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করতে হবে এই প্ল্যানে। প্রতিদিন ৪৫ টাকা করে ৩৫ বছর যদি রাখতে পারেন তবে আপনি ২৫ লক্ষ টাকার বীমা সুরক্ষা পাবেন।

এলআইসি জীবন আনন্দ পলিসির (LIC Jeevan Anand Plan) মধ্যে কি কি সুবিধা পাবেন ?

১) LIC এর জীবন আনন্দ প্ল্যান (Jeevan Aanand Plan) হল লং টার্ম ইনসিওরেন্স প্ল্যান।

২) এই প্ল্যান এর মাধ্যমে গ্রাহক কর ছাড়ের কোনো সুবিধা পাবেন না।

৩) পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি করা ব্যক্তিটি এই ইনসিওরেন্স প্ল্যানের কভারেজের টাকা পাবেন।

রেলে ফের ৩৩০০ শূন্যপদে এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন – Railway Apprentice Job Recruitment

২৫ লক্ষ টাকা বীমা কভারেজ

আপনি যদি এলআইসি জীবন আনন্দ প্ল্যানে (Jeevan Aanand Plan) প্রতিদিন ৪৫ টাকা করে জমা করেন তাহলে এক বছরে অর্থাৎ ৩৬৫ দিনে আপনার জমা করা মোট টাকার পরিমান হবে ১৬৩০০। প্রতিবছরে ১৬৩০০ টাকা জমা করলে ৩৫ বছর পর জমা করা টাকার পরিমান হবে ৫ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। এইভাবে টাকা জমা করলে মেয়াদ শেষে আপনি ৮ লক্ষ ৬০ হাজার টাকার রিভিশনারি বোনাস এবং ১১ লক্ষ ৫০ হাজার লাখ টাকার চূড়ান্ত বোনাস পাবেন। এলআইসির জীবন আনন্দ প্লানের (Jeevan Aanand Plan) বোনাসের সুবিধা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নূন্যতম ১৫ বছরের জন্য এই প্ল্যানটিকে বেছে নিতে হবে। Written by Nupur Chattopadhyay

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now