Job Fair 2025 : ক্যারিয়ার গঠনের একটি মাইলফলক, একদিনে ভাগ্য খুলল বহু বেকারের

Job Fair 2025: বর্তমান সময়ে বেকারত্ব ভারতের এক অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য সরকার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বেকার যুবক যুবতীদের জন্য, যেখানে এক দিনে প্রায় ১৪২৪ জন বেকার যুবককে রোজগার ও প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হয়েছে। এবার সবার মনে কৌতুহল এমন সুযোগ কীভাবে পাওয়া যায়? কী যোগ্যতাই বা লাগবে? আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করা হচ্ছে –

Job Fair 2025

সংশ্লিষ্ট সরকারের উদ্যোগে ব্যাপক কর্মসংস্থান ক্যাম্প

সম্প্রতি এক রাজ্যের উপ-আঞ্চলিক কর্মসংস্থান দপ্তরের উদ্যোগে একটি বিশাল কর্মসংস্থান ও ক্যারিয়ার গাইডেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থান ছিল বানিপার্কে অবস্থিত সরকারি আইটিআই প্রতিষ্ঠান। এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্য সরকারের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন দপ্তরের সচিব ড. সমিত শর্মা ও অন্যান্যরা।

প্রথমবারেই বিশাল সাড়া, হাজারো যুবকের উপস্থিতি

এই কর্মসংস্থান ক্যাম্পে অংশগ্রহণ করেন মোট ১,৯০৪ জন যুবক-যুবতী। তাঁদের মধ্য থেকে ১,৩২৭ জনের প্রাথমিক নির্বাচন হয় বিভিন্ন চাকরির জন্য। এছাড়া আরও ৯৭ জনকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়ে থাকে। অর্থাৎ এক দিনেই ১,৪২৪ জন তরুণ-তরুণী নতুন সুযোগ পেয়ে যায়, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সাফল্য বলে মনে করা হচ্ছে ।

৩০টি বেসরকারি সংস্থার সরাসরি অংশগ্রহণ

এই কর্মসংস্থান ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩০টিরও বেশি বেসরকারি সংস্থার নিয়োগকর্তা, যাঁরা নির্মাণ, লজিস্টিক, হোটেল, ব্যাংকিং, মেডিক্যাল, আইটি, ফার্মা, সিকিউরিটি, কল সেন্টার ও বিমা—এই ধরনের নানা খাত থেকে এসেছেন। এই বিভাগ গুলি সরাসরি ক্যাম্পে উপস্থিত তরুণদের ইন্টারভিউ নেন এবং অনেককে সঙ্গে সঙ্গেই চাকরির অফার দেন।

নিয়োগপত্র ও সম্মাননা প্রদান

একইদিকে এই ক্যাম্পে ১০ জন নয়া নিয়োগপ্রাপ্ত যুবককে নিয়োগপত্র প্রদান করা হয়। একইসঙ্গে, ৫টি বেসরকারি সংস্থাকে তরুণদের চাকরির সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হয় বলে জানা গিয়েছে ।

যুবসমাজকে উৎসাহিত করলেন সচিব

ওইদিন ড. সমিত শর্মা তাঁর ভাষণে বলেন, “জীবনে শরীরের শক্তি নয়, মনোবলের শক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনকে স্থির ও একাগ্র রেখে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।” তিনি জানান, সরকারের সাম্প্রতিক বাজেট ঘোষণার অন্তর্গত পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে ১.৫ লক্ষ যুবককে চাকরির সুযোগ করে দিতে আরও কর্মসংস্থান মেলা আয়োজিত হবে।

বেকার ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে

বিশেষ অতিথি হিসেবে কর্মসংস্থান দপ্তরের পরিচালক ধর্মপাল মীনা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী যুব সংবল প্রকল্পের অধীনে শিক্ষিত বেকারদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যজুড়ে এ ধরনের কর্মসংস্থান ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার যুবককে রোজগারের সঙ্গে যুক্ত করা হচ্ছে।” আগামী এই ধরনের কর্মসূচী বেকার যুবক যুবতীদের জন্য হাসি ফুটাইবে।

আপনার জন্য এই ক্যাম্পের গুরুত্ব কী?

এই ধরনের ক্যাম্প শুধুমাত্র চাকরি পাওয়ার একটি সুযোগ নয়, বরং এটি ক্যারিয়ার গঠনের একটি মাইলফলকও। যদি আপনি একজন বেকার যুবক কিংবা যুবতী হন বা পরিচিত কারো এমন প্রয়োজন থাকে, তাহলে এই কর্মসংস্থান ক্যাম্পে অংশগ্রহণ করেই আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

কীভাবে অংশগ্রহণ করবেন?

  1. রাজ্য সরকারের কর্মসংস্থান পোর্টালে রেজিস্ট্রেশন করুন
  2. স্থানীয় কর্মসংস্থান দপ্তরে যোগাযোগ রাখুন
  3. রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিগুলির ওপর নজর রাখুন
  4. বায়োডাটা ও শিক্ষাগত নথিপত্র প্রস্তুত রাখুন

আমরা সকলে জানি, বর্তমান সময়ে যেখানে বহু রাজ্যের যুবসমাজ বেকারত্বের জালে জর্জরিত, সেখানে রাজস্থান সরকারের এই উদ্দ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। এমন ক্যাম্প যদি নিয়মিতভাবে হয় এবং অন্যান্য রাজ্যেও এর বাস্তবায়ন ঘটে, তাহলে ভারতের যুব সমাজ নতুন আশার আলো খুঁজে পাবে।

এই কর্মসংস্থান ক্যাম্পের আয়োজন হয়েছে রাজস্থান রাজ্যে।