Jio কোম্পানিতে ফ্রীতে ইন্টার্নশিপ ট্রেনিং, এই পদ্ধতিতে ঘরে বসে আবেদন – Jio Company Internship 2025

Jio Company Internship 2025: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তরুণ-তরুণীদের জন্য দারুণ সুযোগ এনে দিল Reliance Jio কোম্পানি। এবার আর শহরে গিয়ে ট্রেনিং নেওয়ার ঝামেলা নয়। নিজের এলাকায় বসেই হাতে-কলমে কাজ শেখার সুযোগ মিলছে রিলায়েন্স জিও-র কোম্পানি টই পদক্ষেপের মাধ্যমে। সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ করতে পারবে যে কোনও ছেলে-মেয়ে, শুধু অনলাইনে আবেদন করলেই চলবে। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। জিও-র এই প্রোগ্রামে বিনামূল্যে সুযোগ পেতে পারেন। সুযোগ পেলেও বিনামূল্যে ট্রেনিং এর সুবিধাও পেতে পারেন। তাহলে দেরি না করে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Jio Company Internship 2025

Jio Company Internship 2025

বিষয়তথ্য
কোম্পানির নামReliance Jio
পদের নামফ্রি ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতাUndergraduate/Graduate
আবেদন প্রক্রিয়াঅনলাইন
নির্বাচন পদ্ধতিOnline Assessment Test

জানুন জিও ইন্টার্নশিপ কী?

সাধারনত রিলায়েন্স জিও মনে করে— ভারতের যুব সমাজের সম্ভাবনার কোনো সীমা নেই, শুধু দরকার সঠিক দিশা, সুযোগ এবং গাইডেন্স। সেই লক্ষ্যে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে জিও-র তরফে যাতে ছাত্রছাত্রীরা শুধু বইয়ের পড়াতেই আটকে না থেকে বাস্তব জীবনের কাজ শিখতে পারে।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কর্পোরেট ও ডিজিটাল পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করবে। এর পাশাপাশি, ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগও মেলে।

কেন এই ইন্টার্নশিপ করবেন?

  1. নিজের এলাকাতেই কাজ শেখার সুযোগ পাবেন
  2. বইয়ের থিওরি বাস্তবে প্রয়োগ করার সুযোগ পাবেন
  3. ডিজিটাল স্কিলস ও প্রফেশনাল এনভায়রনমেন্টে হাতেকলমে কাজ শেখার সুযোগ
  4. কোনও রকম খরচ ছাড়াই বড় কোম্পানিতে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকছে
  5. ইন্টার্নশিপ শেষে রিলায়েন্স জিও-র তরফে একটি সার্টিফিকেট প্রদান করা হবে

এই ইন্টার্নশিপে কী কী শেখানো হবে ?

  • কাস্টমার হ্যান্ডলিং ও কমিউনিকেশন স্কিল বাড়ানো
  • টেলিকম সার্ভিস ফিল্ডে কাজ করার বাস্তব অভিজ্ঞতা দেওয়া হবে
  • রিলায়েন্স জিও-র ডিজিটাল অপারেশন সম্পর্কে ধারণা দেওয়া হবে
  • রিপোর্ট তৈরি, টিম ওয়ার্ক, ফিডব্যাক সংগ্রহ

আবেদন করতে যোগ্যতা সমূহ (Eligibility Criteria)

  • আবেদনকারীর বয়স হতে হবে অন্তত ১৮ বছর
  • সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুল-টাইম কোর্সে অধ্যয়নরত থাকতে হবে
  • ইনস্টিটিউটের তরফে NOC (No Objection Certificate) থাকতে হবে
  • ইচ্ছুক ও শেখার মানসিকতা থাকতে হবে

নিয়োগ পদ্ধতি

প্রথমে একটি Online Assessment Test দিতে হবে। এই পরীক্ষায় থাকবে:

  1. সময়: ৫ মিনিট
  2. প্রশ্ন সংখ্যা: ১৫টি
  3. বিষয়: Verbal Ability, Arithmetic, General Awareness

পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপর ইমেলে এই সংক্রান্ত Mail পাঠানো হবে, যেখানে লোকেশন ও রিপোর্টিং ডেটও উল্লেখ থাকবে।

আবেদন প্রক্রিয়া

  1. Google-এ সার্চ করুন “Jio Internship 2025”
  2. এর Jio-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল খুলুন
  3. তারপর “Apply Now” বাটনে ক্লিক করুন
  4. ব্যক্তিগত তথ্য ও নথিপত্র দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে
  5. এর Assessment Test দিন এবং মেল চেক করতে থাকুন

নোট: এই ইন্টার্নশিপ করার জন্য কোনও রকম ফি দিতে হয় না। কেউ টাকা চাইলে তা প্রতারণা।

Jio Company Internship 2025 হল এক সুবর্ণ সুযোগ বেকার বা ছাত্রছাত্রীদের জন্য। এখানে একদিকে যেমন নিজের এলাকাতেই কাজ শেখা যাচ্ছে, তেমনি আবার ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার পথও তৈরি হচ্ছে। তাই আর দেরি না করে এখনই আবেদন করুন এবং আপনার বন্ধুবান্ধবদেরও জানাতে ভুলবেন না!

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.