ইনফোসিসে ১৫-২০ হাজার চাকরির ঘোষণা, এক্ষুনি বিস্তারিত পড়ুন – Infosys Job Update

Published by
Team JR

২০২৪ সালে আর্থিক বছরে তথ্যপ্রযুক্তি সেক্টরে বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে। যে সকল তরুন তরুণীরা সদ্য কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাদেরকে এবার নিয়োগ দিতে চলেছে আইটি কোম্পানি ইনফোসিস। সম্প্রতি ইনফোসিসে প্রায় ১৬ থেকে ২০ হাজার পদে নিয়োগ করা হবে। আর এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে ঘোষণা করেছে সংস্থার সিএফও। তবে এর পাশাপাশি ২০২৫ আর্থিক বছরে টিসিএস ৪০০০০ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।

আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ইনফোসিস। ঐদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইটি জায়ান্টের সিএফও জানিয়েছেন, ‘আর্থিক বৃদ্ধির গ্রাফ দেখে আমরা ১৫ থেকে ২০ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছি।’ Infosys job update

এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে, ‘আমরা বিভিন্ন ক্যাম্পাসে ফ্রেশার নিয়োগ করে থাকি। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আমাদের সংস্থা ছেড়ে চলে গিয়েছেন ২,০০০ কর্মী। এর আগের তিন মাসে অবশ্য এই সংখ্যাটা বেশ কম ছিল। আমাদের ৮৫ শতাংশ জায়গা পূর্ণ রয়েছে। ফলে এখনও সামান্য কিছু জায়গা ফাঁকা আছে। সেখানে আমরা নিয়োগ করতে পারব।’ এই সংস্থার তরফে চাকরির জন্য যে সুখবর দিয়েছে সেই জন্য বলা যায় যে আগামী দিনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে থেকে সদ্য পাশ করা তরুন তরুনীরা এখানে চাকরি করতে পারবে। অপরদিকে আবার এই বছরে ৪০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে এই দেশের সবথেকে বড় আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস। বর্তমান সময়ে এই কোম্পানিতে প্রশিক্ষণরত হিসেবে কাজ করছেন ১১ হাজার জন।

আবার ইনফোসিসের প্রথম ত্রৈমাসিক ফলাফল দেখে জানা যায় যে এই বছরে এই কোম্পানি ছেড়ে চলে গেছে ১,৯০৮ জন। সাম্প্রতিক ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী এই কোম্পানির কর্মী সংখ্যা কমেছে। অপরদিকে এই সময়ের মধ্যে টিসিএসে চাকরি পেয়েছেন ৫,৪৫২ জন। এই বছরের প্রথম ত্রৈমাসিকে ইনফোসিস ছেড়ে চলে গিয়েছেন ১,৯০৮ জন। আর ষষ্ঠ ত্রৈমাসিকে সংস্থাটিতে কর্মী সংখ্যা নিম্নগামী হতে দেখা গেছে। অপরদিকে এই সময়ে টিসিএসে চাকরি পেয়েছেন ৫,৪৫২ জন তরুণ তরুণী। আবার মার্চের দিকে টাটা গ্রুপের এই কোম্পানিতে কর্মী সংখ্যা নিম্নগামী হতে দেখা গেছে। ১,৭৫৯ জন কর্মী ছেড়েছে চাকরি।

এই সময়ই কর্মীর সংখ্যা কমতে দেখা গেছে আর এক তথ্যপ্রযুক্তি সংস্থায়। ত্রৈমাসিকে সেখান থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছেন ৮,০৮০ জন। এই প্রযুক্তি সংস্থার নাম হলো এইচসিএল। তবে ব্যতিক্রম চিত্র দেখা গিয়েছে এলটিআইমাইন্ডট্রি নামের সংস্থায়। এই সংস্থায় এপ্রিল থেকে জুন মাসে চাকরি পেয়েছেন প্রায় ২৮৪ জন। এই প্রসঙ্গে বলা যায় যে সাম্প্রতিক সময়ে ইনফোসিস এর শেয়ারবাজারের গ্রাফ উর্দ্ধগামী হতে দেখা গেছে। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক হিসাব অনুযায়ী বোম্বে স্টক এক্সচেঞ্জের রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এই সংস্থার স্টক এক্সচেঞ্জ এর দর আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

This website uses cookies.