অবশেষে 1.5 লক্ষ কর্মী নিয়োগ করছে রেল, দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে বেকারদের-Railways Job Recruitment

আপনি কী রেলের চাকরির অপেক্ষায় রয়েছেন? তাহলে আপনার জন্য ফের দারুণ সুসংবাদ। অবশেষে ভারতীয় রেলে 1.5 লক্ষ গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে। জানা যায়, দেশ জুড়ে 1.5 লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ আসতে চলেছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। India Railways Job Recruitment

india railways job recruitment

পদের নাম সমূহ : এক্ষেত্রে বহু ধরনের পদে নিয়োগ করা হবে –

1. রেলের লোকো পাইলট

2. টিটি

3. টেকনিশিয়ান

4. স্টেশন মাস্টার

5. গ্রুপ ডি

6. NTPC

7. অন্যান্য

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন থাকতে হবে। সাধারণ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কিছু পদের জন্য আইটিআই ও গ্রেজুয়েট পাশও থাকতে হবে।

 

বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলের বিপুল নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে যাবেন তাদের বয়স থাকতে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

 

মাসিক বেতন : রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী।

 

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে

2. এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. তারপর নির্দেশ মতো ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে

4. এরপর আবেদন ফী জমা করে ফাইনাল সাবমিট করতে হবে

5. সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন মূল্য : অনলাইনে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 500 টাকা এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য 250 টাকা আবেদন ফী জমা করতে হবে।

 

বাছাই প্রক্রিয়া : যারা সফল ভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিউটার বেস্ট লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে।

* রেলের তরফে প্রায় 1.5 লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। সোর্স কর্মসংস্থান পেপার। জানা যায়, জুন জুলাই মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।

Railways Job Recruitment : Website 

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.