প্রতিমাসে পেতে পারেন 20 হাজার টাকা, পোস্ট অফিসের দারুণ স্কিমে নাম লেখান এখনই -India Post Scheme

এবার ভারতীয় ডাক বিভাগের এমন এক স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে ঘরে বসে মাসে মাসে পেতে পারেন 20 হাজার পর্যন্ত টাকা। এবার দেশবাসীর জন্য দারুণ স্কিম নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগ। বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম প্রদানকারী সংস্থা গুলির মধ্যে সবচেয়ে নির্ভরশীল ও ঝুঁকিহীন সংস্থা ভারতীয় ডাক বিভাগে। এখন প্রশ্ন হল ভারতীয় ডাক বিভাগের এই স্কিমের সুবিধা কীভাবে পাবেন? কীভাবেই বা এই স্কিমে আবেদন জানাতে হবে? আসুন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন। India Post Scheme

India post scheme

বর্তমানে ভারতের বেশির ভাগ মানুষ চাই একটি ভালো জায়গায় টাকা সঞ্চয় করে রাখতে। কেননা বিভিন্ন সংস্থার প্রতারণার কারনে বহু মানুষের টাকা ডুবে গেছে। তাই অনেকে নির্ভরশীল ও ঝুঁকিহীন এমন এক সংস্থা চাই যেখানে চোখ বন্ধ রেখে এই সুবিধা পেতে পারেন। ভারতীয় ডাক বিভাগ কর্তৃক এমন এক স্কিম নিয়ে আসা হলো, যার মাধ্যমে আপনি এক সময় মাসে মাসে 20 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। India Post Scheme

ডাক বিভাগের সংশ্লিষ্ট স্কিমের মাধ্যমে ঝুঁকিহীনভাবে বিনিয়োগ, নিয়মিত আয় ও কর থেকে অব্যাহত থাকার মতো সুবিধা পেতে পারেন। ভারতীয় ডাক বিভাগের এই স্কিমের নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এটি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উপকারী হবে। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী হবে তারা সর্বনীন্ম 1 হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। আসুন এই স্কিম সম্পর্কে আরও খুটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতীয় ডাক বিভাগের এই স্কিমের (India Post Scheme) মূল উদ্দেশ্য হলো অমন অনেকে রয়েছে যাদের বৃদ্ধ বয়সে আয় বন্ধ হয়ে যায়, যার দরুন অনেকের চিন্তা থাকে যে কীভাবে সেই সময় মাসে মাসে কিছু টাকা পাবে? এবার ডাক বিভাগের এই স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ওই চিন্তা দূর হবে। এই স্কিমের সঙ্গে যুক্ত হলে মাসে মাসে 20 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। মাসে নূন্যতম 1 হাজার টাকা থেকে সর্বাধিক 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। India Post Scheme

সাধারণত বিভিন্ন ব্যাংকের থেকে বেশি ডাক বিভাগের সুদের হার থাকে। শুধু তাই নয়, এক্ষেত্রে বিনিয়োগ সম্পূর্ণ সুনিশ্চিত বা ঝুঁকিহীন হয়। ডাক বিভাগের ক্ষেত্রে আগে যেখানে সুদের হার 8 শতাংশ করা হয়েছিল সেখানে জানুয়ারি মাস থেকে তা বৃদ্ধি করে 8.2 শতাংশ করা হয়েছে। এটি কেবল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Senior Citizen Savings Scheme) জন্য প্রযোজ্য আছে। তাই এই স্কিমের সুবিধা নিয়ে মাসে মাসে অবসর সময়ে ভালো টাকা পেতে পারেন। India Post Scheme

এই স্কিমের মাধ্যমে সর্বাধিক 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তাহলে অবসর বয়সে আর কোনো চিন্তা থাকবেনা। 60 বছর কিংবা তার বেশি বয়সী এই স্কিমে স্ত্রীর সঙ্গে যৌধ একাউন্ট খুলতে পারেন। এই স্কিমের মেয়াদ হলো 5 বছর। এক্ষেত্রে অকাল প্রত্যাহারও করা যায়,কিন্তু কিছু জরিমানা করা হতে পারে। এক্ষেত্রে 55 বছর বয়সেও এই সুবিধা নিতে পারেন, এমনকি প্রতিরক্ষা কর্মীদের 50 বছর বয়সেও সুযোগ দেওয়া হবে। India Post Scheme

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now