সুখবর! মাত্র 95 টাকা বিনিয়োগ করে রিটার্ন 14 লক্ষ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে হিসেব মিলিয়ে নিন – India Post Scheme

Published by
Mr Jobre

সঠিক জায়গায় ঝুঁকিহীন ভাবে অনেকেই বিনিয়োগ করতে চাই। কিন্তু বর্তমানে ঝুকিহীন ভাবে বিনিয়োগ করার সংস্থার খুবই অভাব রয়েছে। তবে ভারত সরকারের পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সঞ্চয় করে রাখা অথবা বিভিন্ন স্কিম অনুযায়ী টাকা বিনিয়োগ করা পুরোপুরি ঝুকিহীন হয়ে থাকে। কেননা এই সংস্থা ভারত সরকারের অধীনে রয়েছে। ভারত সরকারের পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে যে সমস্ত প্রার্থীরা টাকা বিনিয়োগ করতে চাই,তাদের জন্য আজকে দারুন একটি স্কিমের কথা বলতে যাচ্ছি। কেননা এই স্কিমের মাধ্যমে আপনি 95 টাকা বিনিয়োগ করে এককালীন পেতে পারেন 14 লক্ষ টাকা।

ভারতীয় পোস্ট অফিস হল ভারতের এক নম্বর ঝুকিহীন বিনিয়োগ কারী সংস্থা। তাইতো ভারতের বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে এই সংস্থার বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করেছে। এবার আপনি চাইলেও ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম এর সুবিধা নিতে পারেন। ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম গুলির মধ্যে হলো KVP, NSC, TD (১,২,৩ ও ৫ বছরের), RD, MIS, PLI/RPLI। আজকে আমরা ভারতীয় পোস্ট অফিসের RPLI স্কিম সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি। এই স্কিম সম্পর্কে আর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন। India Post Scheme

 

সবার মনেই প্রশ্ন হল কিভাবে 95 টাকা বিনিয়োগ করে 14 লক্ষ টাকা পাওয়া যায়? আসুন তাহলে পোস্ট অফিসের গ্রাম সুমঙ্গল স্কিম অর্থাৎ RPLI স্কিমের অধীনস্থ একটি ইন্সুরেন্স স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই স্কিমের সর্বোচ্চ মেয়াদ হিসাবে 15 থেকে 20 বছর করা হয়েছে। এই স্কিমের অধীনে যদি আপনি 95 টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এককালীন 14 লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকে । আসুন তাহলে এই স্কিমের ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটি সম্পর্কে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post RPLI Scheme

 

এই স্কিমে আবেদন করতে শর্ত সমূহ : ভারতীয় পোস্ট অফিসের সংশ্লিষ্ট স্কিমে যারা অসুবিধায় পেতে চায় তাদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওই প্রার্থীকে কমপক্ষে 19 বছর বয়সী হতে হবে। এছাড়াও এই স্কিমের সুবিধা সর্বাধিক 45 বছর পর্যন্ত পেতে পারেন। এই স্কিমের নিয়ম অনুযায়ী বিনিয়োগ করলে এককালীন 14 লক্ষ টাকা ইন্সুরেন্স রিটার্ন পেতে পারেন। এই ইন্সুরেন্সে বিনিয়োগ চলাকালীন যদি অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুবরণ করেন তাহলে তার নমিনি কিংবা তার পরিবারের সদস্যকে 14 লক্ষ টাকা দেওয়া হবে। শুধু তাই নয় পাশাপাশি দেওয়া হবে বোনাসের টাকাও। India Post Scheme

চাকরি নয়, এবার ঘরে বসে মাসিক আয় 60-70 হাজার টাকা! দারুণ আইডিয়া দেখুন – Business Idea With ATM Franchise

এই স্কিমের কভারেজ প্ল্যান দেখে নিন :

এই স্কিমের অধীনে যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে ১৫ বছর মেয়াদের ক্ষেত্রে, 6,9 কিংবা 12 বছর পূর্ণ হলে বীমাকৃত অর্থের 20 শতাংশ রিটার্ন দেওয়া হয়। পাশাপাশি বাকি 40 শতাংশ ম্যাচুরিটি ও বোনাস সহ দেওয়া হবে। 20 বছরের মেয়াদের ক্ষেত্রে, বিনিয়োগের সময়কাল 8,12 কিংবা 16 বছর পূর্ণ হলে বীমাকৃত অর্থের 20 শতাংশ রিটার্ন দেওয়া হবে পাশাপাশি বাকী 40 শতাংশ বোনাস সহ ম্যাচুরিটি দেওয়া হবে।

মাসিক ৪০ হাজার বেতনে পৌরসভায় একাধিক পদে কর্মী নিয়োগের ৩ বিজ্ঞপ্তি প্রকাশ -WB Municipality Job Recruitment

এবার প্রশ্ন হল 14 লক্ষ টাকা কিভাবে রিটার্ন পাওয়া যাবে? ধরুন আপনার বয়স 25 বছর আপনি যদি 7 লক্ষ টাকা 20 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে এই সুবিধা পেতে পারেন । এক্ষেত্রে আপনার দৈনিক 95 টাকা বিনিয়োগ করতে হবে অথবা মাসিক 2850 টাকা বিনিয়োগ করতে হবে কিংবা তিন মাসের অন্তর অন্তর 8850 টাকা ছয় মাসের অন্তর 17100 টাকা করে জমা করলে মেয়াদ শেষে ম্যাচুরিটিতে 14 লক্ষ টাকা পেতে পারেন ।

আরও খবর পড়ুন : ক্লিক করুন 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.