মাত্র 5 হাজার জমালে 8 লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের দারুণ স্কিম – India Post Scheme

Published by
JR Team

আপনি কি ভারতের বাসিন্দা কিংবা পশ্চিমবঙ্গের বাসিন্দা?  তাহলে আজকে আপনার জন্য পোস্ট অফিস করতে কেমন এক স্কিমের খবর নিয়ে এসেছি যা আপনার মুখে হাসি ফোটাবে। কেননা মাত্র 5 হাজার টাকা জমা করে পেতে পারেন 8 লক্ষ টাকা। দেশের অন্যতম নির্ভরযোগ্য সংস্থা অর্থাৎ ভারতীয় পোস্ট অফিসে এই সুবিধা দেওয়া হচ্ছে। ভারতের বাসিন্দা হলে এই সুবিধা নেওয়া যাবে। যারা এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। India Post Scheme

India post scheme India post scheme

বর্তমানে সঠিক জায়গায় টাকা সঞ্চয় করার মাধ্যমের খুবই অভাব। কেননা কষ্টের মাধ্যমে জমানো টাকা একটা নির্ভরযোগ্য সংস্থা হল ভারতীয় পোস্ট অফিস ( India Post Office) । তাইতো আপনার জন্য এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত বলতে যাচ্ছি। ঝুকি ছাড়াই বিপুল রিটার্ন পেতে পারেন এবার ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। বর্তমানে ভারতের বহু মানুষ পোস্ট অফিসের মাধ্যমে বহু সুবিধা নিচ্ছেন। কেননা দেশ জুড়ে একটাই এমন সস্তা যেখানে ঝুঁকিহীন ভাবে ভালো রিটার্ন পাওয়া যায়। India Post Scheme

 

বর্তমানে ভারতে গ্যারান্টিযুক্ত সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো ভারতীয় পোস্ট অফিস স্কিম( India Post Savings Scheme) সমুহ। কেমন ঝুকিপূর্ণ জীবনে মানুষ ঝুঁকিহীন একটা সঞ্চয়ের জায়গায খুঁজে খোজে থাকে। এবার পোস্ট অফিসের এমন একটা স্কিম নিয়ে আপনাদের সামনে আসা হয়েছে, যার মাধ্যমে ঝুকিহীন ( No Risk) ভাবে আপনার টাকা সঞ্চয় করে রাখতে পারেন। শুধু তাই নয়, এই স্কিমের মাধ্যমে শেয়ার মার্কেটের মতো ভালো রিটার্নও পেতে পারেন। তাহলে আসুন আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের সংশ্লিষ্ট স্কিম সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। India Post Scheme

 

বর্তমানে পোস্ট অফিসের স্কিম গুলির মাধ্যমে অন্যতম স্কিম হলো মাসিক আয় স্কিম। এই স্কিম বর্তমানে অধীক জনপ্রিয়তা লাভ করেছে। আপনার মাসিক আয় থেকে কিছু টাকা এই স্কিমে জমা করে রাখলে 8 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এক্ষেত্রে আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আরও বিস্তারিত জেনে নিবেন। India Post Scheme

 

পোস্ট অফিসের মাসিক সঞ্চয় স্কিমের মাধ্যমে প্রতিমাসে 5 হাজার টাকা জমা করলে বছরে মোট জমার পরিমান হয় 60 হাজার টাকা। এই ভাবে 10 বছর এই স্কিম চালালে মোট জমার পরিমাণ হয় 6 লক্ষ টাকা। বর্তমানে পোস্ট অফিসের সর্বাধিক সুদের হার হলো 6.7 শতাংশ। এই ভাবে মোট সুদ হয় 2 লক্ষ 44 হাজার টাকা। অর্থাৎ 10 বছর পরে মোট 8 লক্ষ 44 হাজার টাকা পেতে পারেন। India Post Scheme

JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team