মাত্র 50 টাকায় 35 লক্ষ রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করুন -India Post Scheme

আপনি কি দেশের বাসিন্দা? তাহলে আপনার জন্যই দারুন সুখবর নিয়ে হাজির হওয়া গেল। এবার পোস্ট অফিসের এমন এক স্কিম ( India Post Scheme) নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেল যার মাধ্যমে আপনি 50 টাকা করে জমা করলে পেয়ে যাবেন এককালীন 35 লাখ টাকা। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কিভাবে এই সুযোগটি পাওয়া যাবে বা কিভাবে এই সুযোগ পেতে গেলে আবেদন জানাতে হবে? আসুন তাহলে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক, তার জন্য শেষ পর্যন্ত পড়ুন। India Post Scheme

India post scheme

বর্তমানে সঞ্চয়ের দিকে অনেকে হাটতে চাই কিন্তু সঠিক স্থান খুঁজে পাই না। কেননা সঠিক স্থানে সঞ্চয় করে না রাখলে, আপনার সঞ্চয়ের সঠিক প্রতিদান পাওয়া যায় না। তার উপর আবার নির্ভরশীলতা বলে একটা ব্যাপার রয়েছে। এবার ভারতীয় পোস্ট অফিস এমন এক সুযোগ দিচ্ছে, যার মাধ্যমে আপনি 50 টাকা করে জমা করলে এই স্কিমের মাধ্যমে রিটার্ন পেয়ে যাবেন এককালীন 35 লক্ষ টাকা। এই স্কিমে আবেদন করতে কি কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক। India Post Scheme

 

বর্তমানে অনেকে রয়েছে যারা স্বল্প সঞ্চয়ের বিপুল রিটার্ন পেতে চাই, তাও আবার সরকারি সংস্থা থেকে। কেননা সরকারি সংস্থায় টাকা রাখলে সেই টাকার নির্ভরশীলতা বেশি থাকে। এবার আপনিও যদি এমন একটি স্কিম খুঁজে থাকেন, যার মাধ্যমে টাকা জমা রেখে এককালীন বহু রিটার্ন চান, তাহলে আপনার জন্য এই সুযোগটি। এক্ষেত্রে আপনি দেশের নির্ভরশীল সংস্থা পোস্ট অফিস কর্তৃক এই স্কিমের সুবিধা নিতে পারেন। কেননা এই স্কিম মধ্যবিত্তের জন্য দারুন সুবিধার হবে।সবচেয়ে বড় কথা হলো এটি ঝুঁকিমুক্ত। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ এই স্কিম এর সুবিধা নিচ্ছেন। India Post Scheme

 

পোস্ট অফিসের এই স্কিমের নাম হল গ্রাম সুরক্ষা যোজনা ( India Post Gram Suraksha Yojna)। এই স্কিমের মাধ্যমে আপনি 19 বছর থেকে 59 বছর বয়স পর্যন্ত সুবিধা নিতে পারেন। এক্ষেত্রে বার্ষিক বা ত্রৈমাসিক কিংবা মাসিক হিসেবে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে আপনি বার্ষিক 10 হাজার থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বৃদ্ধা বয়সে এই স্কিম বিরাট উপকারী হয়ে থাকে। এই স্কিমের সুবিধা পাওয়া যাবে বিনিয়োগকারীর বয়স যখন 80 বছর হবে। যদি বিনিয়োগকারী 80 বছর বয়সের আগে মারা যায়, তাহলে তার উত্তরাধিকারীরা এই এই স্কিমের সুবিধা পাবেন। India Post Scheme

 

পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনার আরো কয়েকটি সুবিধা রয়েছে। যদি আপনি এই স্কিম এর মধ্যে বিনিয়োগ করে থাকেন এবং আপনার বিনিয়োগের বয়স যদি চার বছর হয়ে যায়, তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারেন। যদি আপনার স্কিম এর বয়স পাঁচ বছর হয়ে থাকে, তাহলে বোনাসের দাবিও করা যাবে। কিংবা যদি আপনার বিনিয়োগের বয়স তিন বছর পার হয়ে যায়, তাহলে সারেন্ডার করা যায়। সম্পর্কের বিস্তারিত জানতে হলে নিকটবর্তী পোস্ট অফিস কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন। India Post Scheme

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now

Leave a Comment