অষ্টম পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন -India Post Job Recruitment

ভারতীয় পোস্ট অফিস কর্তৃক ফের চাকরির দারুন সুযোগ ।বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে গ্রুপ সি নন গেজেটেড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের স্থায়ী বাসিন্দা হলে যোগ্যতার নিরিখে প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ,বয়স,যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। India Post Job Recruitment

India post job recruitment

আবেদন পদ্ধতি :এক্ষেত্রে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রটি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের সঙ্গে দেওয়া রয়েছে।এরপর প্রথমে আবেদন পত্রটির প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তারপর জরুরি তথ্য গুলি নির্ভূল ভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভরে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। India Post Job Recruitment

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :

1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

2. যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

4. আধার অথবা ভোটার কার্ড

5. টেকনিক্যাল যোগ্যতার প্রমাণ

6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

7. ড্রাইভিং লাইসেন্সের জেরক্স

8. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদন ও পরীক্ষার মূল্য : পোস্ট অফিসের এই নিয়োগের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন মূল্য হিসেবে অফলাইনে প্রথমে ১০০ টাকা জমা করতে হবে। এই আবেদন মূল্য এসসি,এসটি এবং মহিলাদের দিতে হবে না। এর পরে পরীক্ষার মূল্য হিসাবে আরো ৪০০ টাকা জমা করতে হবে। এক্ষেত্রেও এসসি, এসটি এবং মহিলাদের মূল্য জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি : যে সকল প্রার্থীরা আবেদন জানাবেন, তাদের নিয়োগ করা হবে কম্পিটিটিভ ট্রেড টেস্ট ও অন্যান্য প্রক্রিয়া অবলম্বন করতে হতে পারে। বিস্তারিত অফিসিয়াল নোটিশ চেক করে দেখে নিবেন। India Post Job Recruitment

পদের নাম : গ্রুপ সি লেভেলের নন গেজেটেড বা নিদিষ্ট ট্রেডে স্কিল আর্টিশিয়ান নিয়োগ করা হবে।

বয়সসীমা : সাধারণত বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ জাতি থেকে আবেদন করলে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : ভারত সরকারের পে লেবেল ২ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে ১৯ হাজার ৯০০ টাকা।

যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেড্র সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা সহ ভেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন করার শেষ তারিখ : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হল ৩০ আগস্ট ২০১৪।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now