পোস্ট অফিসের সঙ্গে করুন ব্যবসা, মাসে আয় হাজার হাজার টাকা -India Post Business Idea

 চাকরির মন্দা বাজারে কোনো মতে দিন কাটাতে নানা রকম ব্যবসার খোঁজ করে থাকে কর্মহীন মানুষেরা। অনেকের আবার চাকরি দিয়ে পরিবার চালাতে বা নিজের চাহিদা পূরণ করতে পারছেনা, এর পাশাপাশি দরকার আরও আয়ের উৎস। বর্তমানে এমন অনেক কর্মহীন রয়েছে, যারা শিক্ষিত হওয়ার কারনে সব রকম ব্যবসা করতে পারছেন না। আজকে তাই যে আয়ের উৎস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি সকল প্রকার মানুষের জন্য কার্যকারী হবে, বিশেষত শিক্ষিত মানুষের জন্য বিশেষ উপযোগী। এতে অল্প টাকা বিনিয়োগ করে সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করে মাসে মাসে ভালো আয় করতে পারবেন। India Post Business Idea

India post business idea

বর্তমানে কুরিয়ার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পাঠানোয় হোক না কেন, পোস্ট অফিস বিরাট স্থান অধিকার করে রয়েছে। এবার আরও পরিষেবা বৃদ্ধি করতে পোস্ট অফিস কর্তৃক নতুন নতুন শাখা খোলার সুযোগ দেওয়া হচ্ছে। জানানো হয়, আপনি নিজের বাড়িতে পোস্ট অফিস ব্রাঞ্চ খুলে মাসে মাসে ভালো আয় করতে পারেন যদি আপনার এলাকায় এই সুযোগ নিতে বিবেচিত হয় তবে । আর আমরা সকলে জানি, সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করলে আয়ের স্থায়িত্ব দীর্ঘ হয়। তাই যারা এই সুযোগ হাতছাড়া করতে চান না, তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। India Post Business Idea

 

 গোটা দেশজুড়ে বর্তমানে দেড় লক্ষেরও বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে। এর মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ পরিষেবা নিচ্ছে । কিন্তু তাও অনেক এলাকা রয়েছে যেখানে পরিষেবা পেতে সাধারণ মানুষের বহু অসুবিধা হচ্ছে। যার কারন হল, বর্তমানে পোস্ট অফিস ব্রাঞ্চের সংখ্যা অনেক কম বা বিরাট এলাকা নিয়ে বিস্তৃত । তাই ভারতীয় পোস্ট অফিস কর্তৃক নয়া সিদ্ধান্তের মাধ্যমে নয়া করে ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করেছে। যার ফলে সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পরিষেবা পাবে। India Post Business Idea

 

আমরা সকলে জানি পোস্ট অফিসে বহু ধরনের কাজ করা হয়, যেমন- মানি অর্ডার, পোস্ট অফিস ব্যাংকিং পরিষেবা, নানা রকম স্কিম পরিষেবা, কুরিয়ার, নানা রকম কাগজ পত্রের পৌঁছে দেওয়া সহ আরও বহু ধরনের পরিষেবা দেওয়া হয়। বর্তমানে এই পোস্ট অফিস ব্রাঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ধরনের পরিষেবা পৌঁছে দেওয়া হয় কিছু এলাকায় কঠিন হয়ে দাড়িয়েছে। বেশি বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ খোলা হলে, এই পরিষেবা আরও সহজ হয়ে উঠবে। India Post Business Idea

 

বড়ো প্রশ্ন হলো এই ব্রাঞ্চ খুলতে গেলে যোগ্যতাই বা কী লাগবে : যে ব্যাক্তি আবেদন করবেন বা পোস্ট অফিস ব্রাঞ্চ খোলার উদ্যোগ নেবেন, তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ হলেও চলবে। যদি পরিবারের কেও পোস্ট অফিস কাজের সঙ্গে থাকে তাহলে আবেদন করতে পারবে না। পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই 18 বছরের উর্ধ্বে। India Post Business Business

 

এই সুযোগ পেতে কী কী শর্ত পূরণ করতে হবে :

  সিকিউরিটি টাকা হিসেবে কমপক্ষে 5 হাজার টাকা দিয়ে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ( Post Office Franchise) নিতে পারবেন, তবে এলাকা অনুযায়ী সিকিউরিটি টাকার পরিমান বৃদ্ধি পেতে পারে।  এই টাকা সিকিউরিটি হিসাবে জমা রাখতে হবে । এক্ষেত্রে কমপক্ষে 200 স্কোয়ার ফিট ঘর প্রয়োজন রয়েছে ।

 

কীভাবে আবেদন জানাতে পারবেন :যারা আগ্রহী হবেন এবং তাদের এলাকায় নতুন পোস্ট অফিস ব্রাঞ্চ প্রয়োজন রয়েছে,  তাদের আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যম অবলম্বন করে । এর জন্য পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট সংস্থার নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত দস্তাবেজ পড়ে নিবেন, এরপর পরবর্তী পদক্ষেপ নিবেন। India Post Business Idea

 

এর আবেদন কেবল পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে করতে পারবেন। অন্য কোনো প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন।

For Post Office Franchise More Details : Click Here

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Articles: 274