চাকরির মন্দা বাজারে কোনো মতে দিন কাটাতে নানা রকম ব্যবসার খোঁজ করে থাকে কর্মহীন বেকার। , অনেকের চাকরির দিয়ে পরিবার চালাতে বা নিজের চাহিদা পূরণ করতে পারছেনা, তার দরকার আরও আয়ের উৎস। বর্তমানে এমনো অনেক বেকার রয়েছে, যারা শিক্ষিত হওয়ার কারনে সব রকম ব্যবসা করতে পারছেন না। আজকে তাই যে আয়ের উৎস নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি সকল প্রকার মানুষের জন্য বিশেষত, শিক্ষিত মানুষের জন্য বিশেষ উপযোগী। তাই আজকে এমন আয়ের উৎস জানাব, যাতে অল্প টাকা বিনিয়োগ করে সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করে মাসে মাসে ভালো আয় করতে পারবেন। India Post Business Idea
বর্তমানে কুরিয়ার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পাঠানোয় হোক, পোস্ট অফিস ছাড়া কোনো কথায় নেই। এবার আরও পরিষেবা বৃদ্ধি করতে পোস্ট অফিস কর্তৃক নতুন নতুন শাখা খোলার সুযোগ দেওয়া হচ্ছে। জানানো যায়, আপনি নিজের বাড়িতে পোস্ট অফিস ব্রাঞ্চ খুলে মাসে মাসে ভালো আয় করতে পারেন । আর আমরা সকলে জানি, সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করলে আয়ের উৎসের স্থায়িত্ব দীর্ঘ হয়। তাই যারা এই সুযোগ হাতছাড়া করতে চান না, তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আসুন তাহলে আমরা সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কে খুটিনাটি আলোচনা করবো। India Post Business Idea
দেশজুড়ে বর্তমানে দেড় লক্ষেরও বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে। এর মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু তাও অনেক যায়গায় পরিষেবা পেতে সাধারণ মানুষের বহু অসুবিধা হচ্ছে। যার কারন হিসেবে চিহ্নিত করা হয়েছে, বর্তমানে পোস্ট অফিস ব্রাঞ্চের সংখ্যা অনেক কম বা বিরাট এলাকা নিয়ে বিস্তৃত । তাই পোস্ট অফিস কর্তৃক নয়া সিদ্ধান্তের মাধ্যমে নয়া করে ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করেছে। যার ফলে পরিষেবাও ঠিক থাকবে এবং সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পরিষেবাও পাবে। India Post Business Idea
সাধারনত পোস্ট অফিসে বহু ধরনের কাজ করা হয়, যেমন- মানি অর্ডার, পোস্ট অফিস ব্যাংকিং পরিষেবা, নানা রকম স্কিম কুরিয়ার, নানা রকম কাগজ পত্রের পৌঁছে দেওয়া সহ আরও বহু ধরনের পরিষেবা। বর্তমানে এই পোস্ট অফিস ব্রাঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ধরনের পরিষেবা পৌঁছে দেওয়া হয়। বেশি বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ খোলা হলে, এই পরিষেবা আরও সহজ হয়ে উঠবে। India Post Business Idea
বড়ো প্রশ্ন হলো এই ব্রাঞ্চ খুলতে গেলে যোগ্যতাই বা কী লাগবে : যে ব্যাক্তি আবেদন করবেন বা পোস্ট অফিস ব্রাঞ্চ খোলার উদ্যোগ নেবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ হলেও চলবে। যদি পরিবারের কেও পোস্ট অফিস কাজের সঙ্গে থাকে তাহলে আবেদন করতে পারবে না। পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের উর্ধ্বে। India Post Business Business
এই সুযোগ পেতে কী কী শর্ত পূরণ করতে হবে :
সিকিউরিটি টাকা হিসেবে কমপক্ষে 5 হাজার টাকা দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ( Post Office Franchise) নিতে পারবেন, তবে আপনার এলাকা অনুযায়ী টাকার পরিমান বৃদ্ধি পেতে পারে। এই টাকা সিকিউরিটি হিসাবে জমা রাখতে হবে । এক্ষেত্রে কমপক্ষে 200 স্কোয়ার ফুট জায়গায় প্রয়োজন।
ঘরে বসে মাসিক আয় 50 হাজার, সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক -SBI Bank Business Idea
কীভাবে আবেদন জানাতে পারবেন :যারা আগ্রহী হবে এবং তাদের এলাকায় নতুন পোস্ট অফিস ব্রাঞ্চ প্রয়োজন হলে তাদের আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট সংস্থার নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত দস্তাবেজ পড়ে নিবেন এরপর পদক্ষেপ নিবেন। India Post Business Idea
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |