Govt Internship Program: এবার তরুণদের জন্য সুখবর এনেছে ভারত সরকার। জুলাই ২০২৫ থেকে শুরু হচ্ছে একটি বিশেষ ইন্টার্নশিপ স্কিম, যেখানে সফল আবেদনকারীরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন এই উদ্যোগ নিয়েছে, যার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের সঙ্গে তাদের সংযুক্ত করা।

Govt Internship Program

 এই ইন্টার্নশিপের প্রধান বৈশিষ্ট্য

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি পুরোপুরি অফলাইন ভিত্তিক এবং এর সময়কাল ছয় মাস। ২০২৫ সালের জুলাই থেকে এটি শুরু হবে এবং ডিসেম্বর পর্যন্ত চলবে। কাজের সময় নির্দিষ্ট হবে অফিস আওয়ার অনুযায়ী এবং প্রার্থীদের সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে।

কোন কোন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ থাকবে

এই প্রোগ্রামে বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক বিভাগে মোট ৫০টি ইন্টার্নশিপ পদের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে:

  1. জাভা, পিএইচপি, পাইথন, নোডজেএস, ডটনেট ডেভেলপমেন্ট
  2. ইউআই/ইউএক্স ডিজাইন ও ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট
  3. সফটওয়ার টেস্টিং, সিকিউরিটি টেস্টিং ও কোয়ালিটি অ্যানালাইসিস
  4. ডেটাবেস প্রোগ্রামিং
  5. বিজনেস অ্যানালাইসিস
  6. ডেটা ইঞ্জিনিয়ারিং ও অ্যানালিটিক্স
  7. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি
  8. অটোমেশন ও ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং

আবেদন করতে যোগ্যতা:

এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে:

  1. কমপক্ষে ৭৫ শতাংশ নম্বরসহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
  2. যেসব শিক্ষার্থী ২০২৪ বা ২০২৫ সালে স্নাতক হয়েছেন কিংবা এখনো চূড়ান্ত বর্ষে পড়ছেন, তারাও আবেদন করতে পারবেন।

বৃত্তি ও শংসাপত্র

প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে প্রতি মাসে ২০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি নির্ধারিত হবে দৈনিক হাজিরা ও কাজের মানের ভিত্তিতে। সফলভাবে ছয় মাসের মেয়াদ পূর্ণ করলে সরকারিভাবে একটি স্বীকৃত শংসাপত্র প্রদান করা হবে ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের তরফ থেকে, যা ভবিষ্যতের চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতে পারে।

আবেদন করার শেষ তারিখ

এই ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করার শেষ দিন ১৫ জুন ২০২৫। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

এই ধরনের সুযোগ বর্তমান প্রতিযোগিতামূলক যুগে অত্যন্ত মূল্যবান। তাই সময় নষ্ট না করে এখনই আবেদন করুন এবং নিজের ক্যারিয়ার গড়ার পথ সুগম করুন কেন্দ্র সরকারের এই অসাধারণ ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে।

By Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you