বন দপ্তরে মাধ্যমিক পাশে বিপুল LDC ও MTS পদে চাকরির বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – Forest Department Job Recruitment

Forest Department Job Recruitment :মাধ্যমিক পাস যোগ্যতায় বনদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।‌ বনদপ্তরের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু একাধিক পদে একাধিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তাই আপনি কোন পদে আবেদন করবেন তা যাচাই করে নিন। এছাড়াও বিভিন্ন পদে ভিন্ন মাসিক বেতন রয়েছে। তাই নিয়োগের পূর্বে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন। নিম্নে বনদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শুন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য প্রভৃতি আলোচনা করা হলো।

forest Department Job Recruitment

পদের নাম:

বনদপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদ রয়েছে যেমন-

• Multi Tasking Staff (MTS)

• Lower Division Clerk (LDC)

• Technician (TE)

• Technical Assistant

বয়স সীমা:

বনদপ্তরের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর ‌ মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST চাকরিপ্রার্থীরা ০৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC চাকরি প্রার্থীরা ০৩ বছরের বয়সের ছাড় পাবেন। Pwd চাকরিপ্রার্থীরা অন্তত ১০ বছরের বয়সের ছাড় পাবেন।

শূন্য পদের সংখ্যা:

নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদ রয়েছে ১৬ টি। যার মধ্যে Multi Tasking Staff (MTS) পদে শূন্য পদে রয়েছে ৮টি। Lower Division Clerk (LDC) পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ০১ টি। Technician (TE) (Field/Lab পদে শূন্য পদের সংখ্যা ০৩ টি। Technical Assistant (TA) (Field/Lab) পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা:

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

•Multi Tasking Staff (MTS)- মাধ্যমিক পাস। এর পাশাপাশি কম্পিউটার দক্ষতা।

•Lower Division Clerk (LDC)- উচ্চমাধ্যমিক পাস। এর পাশাপাশি ম্যানুয়াল টাইপ রাইটারে টাইপিং স্পীড থাকতে হবে প্রতিমিনিটে ইংরেজি ভাষায় ৩০টি শব্দ ।

•Technician (TE) (Field/Lab- বিজ্ঞান বিভাগের ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস।

•Technical Assistant (TA) (Field/Lab)- প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে (Agriculture/Biotechnology) নিয়ে গ্র্যাজুয়েশন ‌

আবেদন পদ্ধতি ( Forest Department Job Recruitment):

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারী কে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন চলাকালীন যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আবেদন ফি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সাধারণ চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। অন্যদিকে সরকারি নিয়ম অনুযায়ী Women/SC/ST/Ex-SM চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য ২৫০ টাকা।

Read More : পশ্চিমবঙ্গে ব্লক (BDO) অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ইন্টারভিউ দিয়ে পূরণ – West Bengal Group C Recruitment

প্রার্থী বাছাই প্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তীকালে স্কিল টেস্টের এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

আবেদন তারিখ:

গত ০৮ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে চাই তারা আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারেন। এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হবে –

 

আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের দৈনন্দিন আপডেট সম্পর্কে কন্টেন্ট নিয়ে আসি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নিচে WhatsApp ও Telegram Channel জয়েন লিঙ্ক দেওয়া হল –

Official Notification : Download 

Application : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment