Flipkart Internship নিয়োগ করছে, মাস গেলে পাবেন 10,000 টাকা – তাড়াতাড়ি আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর নিয়ে এসেছে Flipkart। ফ্লিপকার্টের হিউম্যান রিসোর্সেস পদের জন্য একাধিক পদে ইন্টার্ন নিয়োগ করতে চলেছে। যার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে।Flipkart হল একটি ভারতীয় অনলাইন শপিং কোম্পানি, যা কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। বই বিক্রি করে শুরু হয়েছিল Flipkart প্রথম যাত্রা। কিন্তু পরে ইলেকট্রনিক্স, জামাকাপড়, বাড়ির পণ্য, মুদি এবং আরও অনেক কিছুর জন্য ব্যবসা বাড়িয়েছিল Flipkart । কোম্পানিটি সিঙ্গাপুরে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। ভারতে আমাজন ও স্ন্যাপডিল হল ফ্লিপকার্টের প্রধান প্রতিদ্বন্দ্বি। ইংরেজি মার্চ 2017 পর্যন্ত, ফ্লিপকার্টের ভারতের অনলাইন শপিং মার্কেটের 39.5% শেয়ার ছিল। বর্তমানেও তার চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই অনলাইন শপিং এর ক্ষেত্রে ফ্লিপকার্ট কে পায়েরিটি দেওয়া হয়ে থাকে সর্বদা। নিম্নে ফ্লিপকার্টের হিউম্যান রিসোর্সেস পদে ইন্টার্ন নিয়োগের বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

• Flipkart Internship সময়কাল:
ফ্লিপকার্ট কোম্পানির তরফে যে flipkart internship নিয়োগ করা হবে তার সময়কাল হলো ২ মাস।

• Flipkart Internship মাসিক বেতন:
ফ্লিপকার্ড ইন্টার্নশিপ নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তাদের মাসিক বেতন ১০ হাজার টাকা দেওয়া হবে।

• Flipkart Internship অন্যান্য সুবিধা:
এই নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করবেন তাদের মাসিক বেতন এর পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সুপারিশ পত্র প্রদান করা হবে। যার দ্বারা তিনি অনায়াসে দ্বিতীয় কোথাও চাকরি পেতে পারেন।

• Flipkart Internship কাজের দায়িত্ব:
১.Flipkart এর কাজ ঠিকঠাক হচ্ছে নাকি, সেটা নিশ্চিত করতে বিক্রেতা এবং স্টেক হোল্ডারদের মধ্যে ক্রমাগত যোগাযোগ বজায় রাখতে হবে।

২. Flipkart কোম্পানি যখন নতুন নিয়োগ করবে, তখন প্রার্থীদের অনবোর্ডিংয়ে সহায়তার দায়িত্ব নিতে হবে৷

• Flipkart Internship আবেদন পদ্ধতি:
Flipkart ইন্টার্নশিপের জন্য যে সকল প্রার্থী আবেদনে ইচ্ছুক, তারা Internshala ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

• আবেদনের সময়সূচী:
এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Articles: 208