ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। তাই এই কৃষির জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বহু প্রকল্পের সৃষ্টি করেছে। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)। এই বিমার মাধ্যমে চাষিরা সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। তবে এবার প্রশ্ন হল কারা কারা এতে আবেদন করতে পারবেন? এবং কিভাবে আবেদন করতে হবে? এই সকল বিষয় জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। Central Government Scheme
কারা কারা আবেদন করতে পারবেন?
১) এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
২) কিষাণ মিত্র সহায়তা সংগঠনের সাথে প্রার্থীদের সংযুক্ত থাকতে হবে
৩) প্রার্থীর অবশ্যই নিজের নামে জমি থাকতে হবে।
৪) যদি কোনো ব্যক্তি খাজনা দেয়ার বদলে জমিতে চাষ করে থাকেন তবে তার নামে এই প্রকল্পটির আবেদন করা যাবে না।
কিভাবে আবেদন করবেন?
এবার আলোচনা করব যে এই শস্য বীমা যোজনায় কিভাবে আবেদন করতে পারবেন। এই যোজনায় আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে।
১) আবেদন করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা ফোন থেকে pmfby.gov.in এই সাইটে যান।
২) এরপর এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার সমস্ত বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩) আপনার আধার নম্বর এবং ব্যক্তিগত তথ্য ইনপুট করুন। আপনার আধার নম্বর যাচাই করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি OTP (ওয়ান-টাইম পাসওয়ার্ড) আসবে।
৪) আপনার বিবরণটি সঠিকভাবে জমা দেওয়ার পর আপনার কাছে একটি ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে যে আপনার করা নিবন্ধটি অনুমোদন প্রাপ্ত কিনা।
৫) আপনার নিবন্ধটি অনুমোদনপ্রাপ্ত হলে পোর্টালের উপরের ডানদিকে ‘সাইন ইন’ ক্লিক করে লগ ইন করতে হবে। সাইন ইন করার জন্য রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ইনপুট করুন।
৬) সাইন ইন করে আপনার বিস্তারিত তথ্য এবং ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই এই প্রকল্পের জন্য আবেদন পত্রের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
*মাত্র ৩০ টাকা দিয়ে পেতে পারেন ৪ লক্ষ টাকা, বীমা কর্পোরেশনের দারুণ স্কিম – LIC Policy For Indian*
উদ্দেশ্য : এই যোজনার মূল উদ্দেশ্য হলো যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসলের ক্ষতি হলে সেই ফসলের ক্ষতিপূরণ দেবে সরকার
আবেদন করার কাজ হয়ে গেলে আপনি অপেক্ষা করুন একটি এসএমএসের জন্য, যে এসএমএস এর মাধ্যমে প্রকল্পের পরবর্তী আপডেটের তথ্য আপনাকে জানানো হবে। written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.