মাস গেলেই একাউন্টে ঢুকবে 3000 টাকা, এখনই এই স্কিমে নিজের নাম লেখান – Central Government Scheme

পশ্চিমবঙ্গ সরকারের প্রণয়ন করা প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের নয় রাজ্য পেরিয়ে বিশ্বের দরবারেও সমাদৃত হয়েছেন। প্রথমে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জন্য জেনারেল ক্যাটাগরির মহিলারা ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১০০০ টাকা করে প্রতি মাসে পেতেন। Central Government Scheme

central Government Scheme

লোকসভা ভোটে নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাওয়া অনুদানের পরিমাণ বাড়িয়ে দেন। এই প্রকল্পের অনুদান বাড়ানোর ফলে বর্তমান সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের যখন ৬০ বছর বয়স হবে তখন এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে বার্ধক্য ভাতা প্রকল্প চালু হবে। Central Government Scheme

পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারও ভারতবর্ষের নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করেছে। অনেক সময়ই আমরা দেখেছি যে বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ তৈরি হতে। কেন্দ্র সরকার এমন এক প্রকল্পের ব্যবস্থা করেছে যা রাজ্য সরকারের প্রণয়ন করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেও হার মানাবে। এই প্রকল্পের নাম কিষান মানধন যোজনা (New Scheme Of Central Govt)। কিষান মানধন যোজনার আওতায় থাকা কৃষকরা প্রতিমাসে কেন্দ্র সরকারের কাছ থেকে তিন হাজার টাকা করে অনুদান পেতে পারে। এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। Central Government Great Scheme

১৫০ টাকা করে জমা করে রিটার্ন ২ কোটি টাকা, আসুন হিসেব দেখেনিন – Business Idea With Small Investment

তবে বলে রাখি যে এই কিষান মানধন যোজনা হলো একটি সঞ্চয় প্রকল্প। এই যোজনার জন্য কৃষকদের একটি পেনশন অ্যাকাউন্ট সাবস্ক্রিবশন করতে হবে। এই অ্যাকাউন্টে কৃষকরা একটু একটু করে টাকা সঞ্চয় করে রাখবেন তারপর যখন ওই কৃষকটির বয়স ৬০ বছর হবে তখন থেকে কেন্দ্র সরকার প্রতি মাসে তিন হাজার টাকা করে অনুদান দেবে। তবে কোনো কারণে যদি গ্রাহক কৃষকের মৃত্যু হয় তবে প্রকল্প করার সময় তিনি যে ব্যক্তিকে নমিনি করেছিলেন সেই ব্যক্তিটি ৫০% অনুদান পাবেন। পরিসংখ্যান হিসাব করে দেখা গেছে যে এখনো পর্যন্ত প্রায় ১৯ লক্ষ ৪৭ হাজার ৫৫৮ জন কৃষক আবেদন করেছেন কিষান মানধন যোজনায়। Written by Nupur Chattopadhyay

রাজ্যের DM অফিসে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ শুরু, ২৩ জেলা থেকে নিয়োগ -WB DEO Job Recruitment

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now