নূন্যতম বিনিয়োগ 250 টাকা, সর্বাধিক রিটার্ন 71 লক্ষ টাকা! কেন্দ্রের SSY স্কিমের সুবিধা নিন -Central Government Scheme

পোস্ট অফিসের অনেক স্কিম সম্পর্কে আমাদের অনেকেরই জানা। কিন্তু অনেকেই সঠিকভাবে সেই স্কিম গুলির সুবিধা নিতে পারছি না। ওই স্কিম গুলি সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা না থাকায় আমাদের চোখের সামনে অনেকেই লাখপতি হয়ে যাচ্ছে। পোস্ট অফিস হলো এমন এক সংস্থা যা ভারত সরকার দ্বারা পরিচালিত। কাজেই এই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করা ঝুকিহীন ও আগ্রহমূলক। পোস্ট অফিসের স্কিমে টাকা সঞ্চয় করে রেখে এককালীন ভালো রিটার্ন পাওয়া যায়। আজকে আপনাদের জন্য এমন এক স্কিম নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি 50 টাকা করে জমালে এককালীন 71 লক্ষ টাকা পেতে পারেন। Central Government Scheme By India Post

central government scheme

অনেকেই চাই যে বার্ধক্য বয়সে কিংবা বিশেষ দরকারি সময়ে যেন কোথাও হতে ভালো সাহায্য পাওয়া যায়। যদিও অনেকে নানা ধরনের স্কিম খুঁজে বেড়াই। এমন বহু জায়গা রয়েছে যেখানে টাকা সঞ্চয় করে ভালো রিটার্ন পাওয়া যায় ঠিকই কিন্তু তার নিশ্চয়তা ও ঝুকিহীনতা থাকে না। একমাত্র পোস্ট অফিস ভারত সরকারের এমন এক সংস্থা যার মাধ্যমে আপনি টাকা জমালে নিশ্চয়তার সাথে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের প্রতিবেদনে জানবো কিভাবে এই স্কিমে টাকা জমাতে হবে এবং কিভাবেই এত রিটার্ন পাওয়া সম্ভব? Central Government Scheme by India Post

ভারত সরকারের অন্যতম স্লোগান হল ‘বেটি বাঁচাও বেটি পড়াও’। এই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভারত সরকার কর্তৃক কন্যা কিংবা মহিলাদের জন্য বহু ধরনের প্রকল্পের সূচনা করেছেন। আজকের যে স্কিমে সম্পর্কে বলতে যাচ্ছি সেটিও ভারত সরকারের তরফে কন্যা সন্তানদের জন্য আনা হয়েছে। ভারত সরকারের এই স্কিমের নাম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। ঘরে কন্যা সন্তান থাকলে মাত্র 250 টাকায় খোলা যাবে এই অ্যাকাউন্ট। আর এই স্কিমে ঠিকঠাক ভাবে বিনিয়োগ করলে এককালীন ভালো রিটার্ন পাওয়া যাবে। Sukanya Samriddhi Yojana Scheme

সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে ন্যূনতম 250 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত এক আর্থিক বছরে বিনিয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে কন্যার বয়স থাকতে হবে 0 থেকে 10 বছরের মধ্যে। সব থেকে বড় কথা হল এই স্কিম এর মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়ে থাকে। কন্যার বয়স 18 বছর পূর্ণ হলে আপনি 50% টাকা তুলতে পারেন যদিও এর পূর্ণ মেয়াদ হলো 21 বছর। সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনাকে প্রত্যেক আর্থিক বছরে বিনিয়োগ করতে হবে, যদি এমনটা না হয় তাহলে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে । তবে যদি কোন কারণবশত সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ না করতে পারেন, তাহলে তার জরিমানা হিসেবে বার্ষিক অতিরিক্ত 50 টাকা দিতে হবে। Central Government Scheme Benefit

রাজ্যে 22 হাজার বেতনে সুপারভাইজার পদে চাকরির সুযোগ, 23 জেলা থেকে আবেদন করুন -West Bengal Supervisor Job Recruitment

এবার সব থেকে বড় প্রশ্ন হল এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিভাবে? যদি আপনার ঘরে কন্যা সন্তান থাকে এবং তার বয়স হয়ে থাকে 10 বছরের নিচে তাহলে এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এর জন্য সরাসরি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে কিংবা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই স্কিমের সুবিধা পেতে গেলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। আপনার কন্যার ছবি সহ বয়সের প্রমাণ, পিতা-মাতার পরিচয় পত্র, কন্যার সঙ্গে জয়েন্ট ব্যাংক একাউন্ট থাকতে হবে। Central Government Scheme

রাজ্যে 38 টি GP লেভেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন -West Bengal Recruitment

এই স্কিমের রিটার্ন সব ক্ষেত্রে সমান হয় না। এর কারণ হলো আপনার বিনিয়োগের উপর ভিত্তি করে রিটার্ন দেওয়া হয়। আপনি যদি সর্বনিম্ন আড়াইশো টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে চক্রবৃদ্ধি হারে যে বয়স থেকে শুরু করবেন এবং মেয়াদ শেষে তারপর ভিত্তি করে রিটার্ন পাবেন। কিন্তু আপনি যদি সর্বাধিক টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এককালীন 71 লক্ষ টাকা পেতে পারেন।

আরও খবর পড়ুন : View More

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করার পূর্বে অবশ্যই পোস্ট অফিস কিংবা সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে আরও বিস্তারিত জেনে নিবেন –

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now