পুজোয় একাউন্টে ঢুকবে কড়কড়ে 10 হাজার টাকা, এই নতুন প্রকল্পে তাড়াতাড়ি সুযোগ নিন – Central Government Scheme

central government scheme

পুজোয় রাজ্যবাসীর জন্য আরেকটি বড় সুখবর। একটি নতুন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। সকল রাজ্যবাসী এই প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বিশেষ সুবিধা পেতে পারেন। প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা মূলত দেশের ছোট্ট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে চালু করা হয়েছে। মূলত রাস্তার দু’পাশে ফুটপাতে ছোট ব্যবসায়ীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য নিয়ে ব্যবসার প্রচার ও প্রসার করতে পারেন। এছাড়াও নতুনভাবে কেউ যদি ব্যবসায় যুক্ত হতে চান তাহলে প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রকল্পটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আপনিও এই প্রকল্পের অংশ হতে চাইলে বিস্তারিত প্রতিবেদনটি দেখুন। নিম্নে প্রকল্প সম্বন্ধিত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। Central Government Scheme 

∆প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা কি?

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা, ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি চালু করেছিল। মূলত দেশের ক্ষুদ্র অল্প পুঁজির ব্যবসায়ীরা এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মোদি সরকার এই প্রকল্পটি চালু করেন। তবে বর্তমানে পূজোকে কেন্দ্র করে অনেক ছোট ব্যবসায়ীরা নতুন উদ্যোগ শুরু করে থাকেন। ‌তবে অনেকে টাকার অভাবে ঠিকমতো ব্যবসায় মালপত্র তুলতে না পারায় লোকসানের সম্মুখীন হয়। সেই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যেই প্রকল্পের সূচনা। ২০২৪ সালে স্কিমের মাধ্যমে এককালীন ১০ হাজার টাকা নেওয়ার ব্যবস্থা করেছে। যার সাহায্যে যোগ্য ব্যক্তিরা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন।

∆যোজনার সুবিধা:

প্রধানমন্ত্রী যোজনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলত রাস্তার ধারে যারা ফুটপাতে দোকান লাগায় তারা যে সুবিধা গুলো পাবেন তা হল-

  1. এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে ব্যবসায়ীদের কোন প্রকার জামানত প্রয়োজন নেই। কোন প্রকার জিনিস বন্ধক না রেখেই সরাসরি এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ পেয়ে যাবেন।
  2. •ব্যবসায়ীদের এই ঋনের ক্ষেত্রে ৭% সুদ দিতে হয়। যা অন্যান্য জায়গা থেকে খুবই কম। তাই পরবর্তীকালে ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যবসায়ীদের কোন প্রকার সমস্যা হয় না।
  3. •লোন এর আবেদনের ক্ষেত্রে কোন প্রকার জটিলতা নেই, তাই সহজে ব্যবসায়ীরা লোন পাবেন। ‌ এছাড়াও লোনের জন্য আবেদনের ক্ষেত্রে কোন প্রকার প্রসেসিং ফি নেই। ফলে কোন প্রকার দালাল চক্র ছাড়াই সরাসরি লোনের টাকা হাতে পাবেন।
  4. •এই স্কিমটি ডিজিটাল লেনদেন কে প্রমোট করে। তাই প্রতিদিন যারা ডিজিটাল পেমেন্ট করে থাকে তাদের ক্ষেত্রে ১০০ টাকা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

∆আবেদনের যোগ্যতা:

  • ১. আবেদনকারীর স্ট্রিট ব্যবসা থাকতে হবে, তাই স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আপনার ব্যবসার প্রমাণ নিতে হবে।
  • ২. কিছু ক্ষেত্রে যাদের ব্যবসায়ের সংশয় পত্র নেই অথচ ফুটপাতে ব্যবসা করে থাকেন, তারাও বর্তমানে আবেদন করতে পারবেন।
  • ৩.যদি স্থানীয় সংস্থা বা টাউন ভেন্ডিং কমিটি (TVC) থেকে একটি লেটার অফ রেকমেন্ডেশন (LOR) পাওয়া যায়, তাহলেও আবেদন জানাতে পারেন।

∆আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আপনাদের PM SVANidhi  অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্রটিকে পূরণ করে, প্রয়োজনে ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। এভাবেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়াও এই স্কিম সমন্ধে বিস্তারিত জানতে এর অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন।

অবশেষে রেলে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ। এখনই আবেদন করে ফেলুন 

এই স্কিমের মাধ্যমে যদি আপনি ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার ব্যবসাটিকে বড় করার ক্ষেত্রে আরও বড় ধরনের আর্থিক সাহায্য দেওয়া হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.