ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের কৃষকদের যত শতাংশ আয় ছিল বর্তমানে তা আর নেই। এই কারণে কৃষকরা বর্তমানে দূর্বিষহ জীবন যাপন করছে। এই সব কথা মাথায় রেখে বর্তমানে ভারতে সরকার কৃষদের উন্নয়ন স্বার্থে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। বর্তমানে এমন কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে কৃষকেরা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবে এই প্রকল্প গুলি কৃষকদের জন্য যথেষ্ট নয়। তাই বর্তমানে ভারত সরকার মন্ত্রিসভার বৈঠকে একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন যার নাম PM-AASHA প্রকল্প। Central Government New Scheme
এই প্রকল্পের পুরো নাম Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan । এই প্রকল্পে ভারত সরকার ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার সুবিধা ভারতের প্রত্যেকটি কৃষক পাবেন। মূলত প্রাইস সাপোর্ট স্কিম (PSS) এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড (PSF) স্কিমগুলিকে একত্রিত করেছে। যার ফলে লোকেরা একদিকে যেমন উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে। ঠিক তেমনি ফসল উৎপাদন নেই ফরজ কমে যাবে। এর ফলে আয় এর পরিমাণ বাড়বে। Central Government New Scheme
PM-AASHA প্রকল্প : –
গত বুধবার মন্ত্রী সভার বৈঠকে কৃষকদের জন্য PM-AASHA প্রকল্পের সূচনা করেছেন। যেখানে জানানো হয়েছে ২০২৪ সালে রবি মৌসুমে সার থেকে শুরু করে অন্যান্য কৃষিজ সামগ্রীর দাম কমানোর জন্য PM-AASHA প্রকল্পের সূচনা। এর ফলে কৃষকদের উৎপাদিত ফসলের খরচ অনেক কমে যাবে এবং আয় বহুগুনো বৃদ্ধি পাবে। এই প্রকল্পের মাধ্যমে ডাল ও তৈলবীজ জাতীয় উচ্চ মূল্যের ফসলের দাম নূন্যতম সহায়ক মূল্যে (MSP) মাধ্যমে নির্ধারিত করা হবে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শস্যের সঠিক দাম পাবে এবং ভারতবর্ষ ডাল, তৈলবিজ জাতীয় ফসল উৎপাদনে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। Central Government New Scheme
এই সুবিধা যে শুধুমাত্র কৃষকেরা পাবেন এমনটি নয়, কৃষকদের পাশাপাশি দেশের সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, এটা বহু অংশ কমে যাবে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও ফসলের দাম সরকার নির্ধারিত করে দিলে, ফসলের দাম নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি হতে পারবে না, যার ফলে দ্রব্যমূল্যের দাম নির্ধারিত থাকবে। পাশাপাশি কৃষকেরাও তাদের ফসলের নির্দিষ্ট দাম পাবে। বর্তমানে একই ফসল অধিক ফলনে ফসলের দাম কমে যাওয়ার যে সম্ভাবনা থাকে তা আর ভবিষ্যতে থাকবে না।
PM-AASHA প্রকল্পের অন্যান্য সুবিধা : –
এছাড়াও ভারত সরকার এই মন্ত্রী সভার বৈঠকে দেশের কৃষকদের জন্য বেশ কয়েকটি অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো মিডিয়া ও বিনোদন ক্ষেত্র। মাডিয়া ও বিনোদন ক্ষেত্রে অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড প্রভৃতি রিয়েলিটির জন্য যত দ্রুত সম্ভব একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের বায়োটেকনোলজি ক্ষেত্রে নতুন নতুন গবেষণায় মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। সুতরাং কৃষি ক্ষেত্রে উক্ত প্রকল্প গুলি বাস্তবায়নের ফলে আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় আধুনিক পদ্ধতিতে কম সময় ও কম পরিশ্রমে কৃষিজ পণ্যে উৎপাদন প্রক্রিয়া সম্ভব। এরপরে দীর্ঘদিন কৃষকদের অভিযোগ তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, সেই সমস্যা কিছুটা হলেও রাঘব হতে চলেছে। Central Government New Scheme
বর্তমান ভারত সরকারের PM Kisan যোজনার মাধ্যমে কৃষকেরা যার যে পরিমাণ জমি রয়েছে সেই অনুযায়ী টাকা পেয়ে থাকেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকেরা আর্থিক সাহায্য পান। ফসল বীমা যোজনা, শষ্য সুরক্ষা যোজনা, কৃষক পেনশন প্রভৃতি একাধিক যোজনা রাজ্যে চালু রয়েছে যার সুবিধা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষকেরা পেয়ে থাকেন। তাই বর্তমান সরকারের নব প্রকল্পে দেশের কৃষকদের সুবিধা আরো বৃদ্ধি পেতে চলেছে। এই প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন লক্ষ্য করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU