অবশেষে 32,400 পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু, এই প্রক্রিয়ায় মাধ্যমিক পাশে আবেদন করুন – Central Government Group D Recruitment

Central Government Group D Recruitment : দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতীয় রেলে 32 হাজার শূন্যপদে গ্রুপ- ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। তাই যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন যাবত ভারতীয় রেলের গ্রুপ ডি পদের অপেক্ষায় বসে ছিলেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। 23 জানুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

অবশেষে 32,400 পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু, এই প্রক্রিয়ায় মাধ্যমিক পাশে আবেদন করুন - Central Government Group D Recruitment

পদের নাম সমূহ :

  1. • পয়েন্টসম্যান-বি পদ।
  2. • সহকারী (ট্র্যাক মেশিন) পদ।
  3. • সহকারী (সেতু) পদ।
  4. • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী Gr.৪ পদ।
  5. • সহকারী পি-ওয়ে পদ।
  6. • সহকারী (C&W) পদ।
  7. • সহকারী টিআরডি পদ।
  8. • সহকারী (এসএন্ডটি) পদ।
  9. • সহকারী লোকো শেড (ডিজেল) পদ।
  10. • সহকারী লোকো শেড (বৈদ্যুতিক) পদ
  11. • সহকারী অপারেশন (বৈদ্যুতিক) পদ।
  12. • সহকারী TL &AC পদ।
  13. • সহকারী টিএল এবং এসি (ওয়ার্কশপ) পদ।
  14. • সহকারী (ওয়ার্কশপ) পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

মোট শূন্যপদের সংখ্যা 32,438 টি। এর মধ্যে পয়েন্টসম্যান-বি শূন্য পদের সংখ্যা 5058, সহকারী (ট্র্যাক মেশিন) পদে শূন্য পদের সংখ্যা 799, সহকারী (সেতু) পদে শূন্য পদের সংখ্যা 301, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী Gr. IV পদে শূন্য পদের সংখ্যা 13187, সহকারী পি-ওয়ে পদে শূন্য পদের সংখ্যা 257, সহকারী (C&W) পদে শূন্য পদের সংখ্যা 2587, সহকারী টিআরডি পদে শূন্য পদের সংখ্যা 1381, সহকারী (এসএন্ডটি)পদে শূন্য পদের সংখ্যা 2012, সহকারী লোকো শেড (ডিজেল) পদে শূন্য পদের সংখ্যা 420, সহকারী লোকো শেড (বৈদ্যুতিক)পদে শূন্য পদের সংখ্যা 950, সহকারী অপারেশন (বৈদ্যুতিক) পদে শূন্য পদের সংখ্যা 744, সহকারী TL &ACপদে শূন্য পদের সংখ্যা 1041, সহকারী টিএল এবং এসি (ওয়ার্কশপ) পদে শূন্য পদের সংখ্যা 624, সহকারী (ওয়ার্কশপ) (মেক) পদে শূন্য পদের সংখ্যা 3077,

বয়স সীমা:

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা 18 বছর থেকে সর্বোচ্চ 36 বছর চাওয়া হয়েছে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

ভারতীয় রেলের বেসিক পে অনুযায়ী গ্রুপ ডি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বেতন 18,000 টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার একাধিক সুযোগ-সুবিধা চাকরি প্রার্থীদের প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই সম্পূর্ণ রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আইটিআই ছাড়াও শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

টাটা স্টিলে প্রচুর পদে চাকরির সুযোগ, দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত – TATA Steel Various Post Recruitment

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

  • তার জন্য চাকরি প্রার্থীকে সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • অফিশিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
  • কেউ যদি পূর্বে ভারতীয় রেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
  • আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সাধারণ এবং OBC পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 500 টাকা এবং ST/SC/PWD/মহিলা প্রার্থীদের 250 টাকা লাগবে।

হেল্থ স্কিমে ক্লার্ক, MTS ও DEO সহ অন্যান্য পদে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত – Health Scheme Various Post Recruitment

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের 500 নম্বরের পরীক্ষার নেওয়া হবে। এই পরীক্ষায় নির্ধারিত সময় দেওয়া হবে 90 মিনিট। পরীক্ষার এই ধাপ উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করা হবে। পরীক্ষার সিলেবাস হল- জেনারেল সাইন্স 25 নম্বর, গণিত 25 নম্বর, রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর সর্বমোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

আবেদন তারিখ:

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 23 জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হবে, আগ্রহী চাকরি প্রার্থীরা যথাসময়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

Official NotificationDownload
Online ApplicationClick Here

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"