ডিজিটাল ইন্ডিয়া আসার পর প্রতিটি মানুষই এর সুবিধা উপভোগ করছে। বর্তমান যুগে মোবাইল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে এমন মানুষের সংখ্যা বহু গুণ বেড়ে গেছে। মোবাইল ব্যাংকিংয়ের যুগে দাঁড়িয়ে হাতে ক্যাশ রাখেন না বহু মানুষ। ছোটখাটো পেমেন্ট করার ব্যাপারে মোবাইল ব্যাংকিং এর পরিষেবাকে তারা ব্যবহার করে। কিন্তু এখনো দেশে বহু মানুষ আছেন যারা মোবাইল ব্যাংকিং পরিষেবাকে অতটা ব্যবহার করেন না। তারা হাতে টাকাও রাখেন। আর এই টাকা তোলার জন্য ব্যবহার করেন এটিএম বা ব্যাংকের কাউন্টার। এবার এই তালিকায় যুক্ত হল মাইক্রো এটিএম( Micro ATM)। চলুন এই মাইক্রো এটিএম (Micro ATM ) কি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। Business Idea with ATM Machine
বহু মানুষ আছেন যারা এটিএম বা ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের টাকা তুলে নেন। কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এটিএম বা ব্যাংক থেকে টাকা তুলতে গেলে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আবার অনেক সময় টাকার প্রয়োজন হলেও ধারে কাছে ব্যাংকিং পরিষেবা বা এটিএম এর ব্যবস্থা নেই। এবার এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য বাজারে এসেছে এই মাইক্রো এটিএম (Micro ATM)। মাইক্রো এটিএমকে অনেকটা ব্যাংক ইন আ বক্স বলা যেতে পারে। সমগ্র ব্যাংকিং পরিষেবা কে একটা বক্সের মধ্যে নিয়ে এসেছে এই মাইক্রো এটিএম।Business Idea with ATM Machine
মাইক্রো এটিএম টি হল একদম ছোট্ট বাক্সর মত একটি যন্ত্র। বড় এটিএম এর ক্ষুদ্র সংস্করণ মাত্র। যে সকল এলাকায় ব্যাংকিং পরিষেবা পাওয়া যাচ্ছে না এটিএম পরিষেবাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেই সব এলাকাতে পরিষেবা দেওয়ার জন্যই তৈরি হয়েছে মাইক্রো এটিএম। এটি এটিএম সোয়াইপ মেশিনের মত কাজ করে। এই মেশিনটির দ্বারা একজন মানুষ যে কোনো জায়গা থেকে টাকা তুলতে সামর্থ্য হবে। অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে। আবার এই মাইক্রো এটিএম এর দ্বারা অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পদ্ধতিও নতুন ভাবে যুক্ত হয়েছে। এই মেশিনটি অত্যন্ত ছোট হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যাওয়া যাবে।Business Idea with ATM Machine
আপনি যদি ঘরে বসে স্বল্প বিনিয়োগের ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আপনার এই কাজে সাহায্য করতে পারে মাইক্রো এটিএম (Micro ATM)। প্রথম দিকে আপনি এই একটা মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। পরে ইনকাম ভালো হলে আপনি আরো দশটা মেশিন একসাথে কিনতে পারবেন। টিম ওয়ার্ক এর মাধ্যমেও ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে ফিনো পেমেন্টস ব্যাংক, ফিন টেক, পে নিয়ার বাই, স্পাইস মানি বা আপনার পরিচিত ব্যাংকের সাথেও।Business Idea with ATM Machine
এই মাইক্রো এটিএম থেকে ট্রানজাকশন এর মাধ্যমে উপার্জন করার সুযোগ রয়েছে। প্রতি ট্রানজেকশন পিছু ৮ টাকা করে কমিশন পাওয়া যায়। এক্ষেত্রে মনে করতে হবে ট্রানজাকশন করা টাকার পরিমান ৫ টাকা হোক বা ৫০০০ টাকাই হোক যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রেই ৮ টাকা কমিশন পাওয়া যায়। দিনে যদি এইভাবে ১০০ টা ট্রানজাকশন করা যায় তাহলেই ৮০০ টাকা ইনকাম হবে। ১০ জন মিলে যদি কমবেশি হাজারটা ট্রানজাকশন করতে পারা যায় তাহলে ৮ হাজার টাকা ইনকাম করা খুব সহজেই সম্ভব।Business Idea with ATM Machine
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU