Business Idea : আমরা সকলেই জানি চাকরি থেকে ব্যবসার দিকে ঝুঁকি অনেকেরই। কেন এক্ষেত্রে গণ্ডিহীন ইনকাম করা সম্ভব। এবার আজকে এমন এক ব্যবসার সংক্রান্ত আপডেট দিতে যাচ্ছি যার মাধ্যমে আপনি প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই ব্যবসা শুরু করলে আপনি চাকরিকে ভুলে যাবেন কেননা চাকরির থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব এই ব্যবসায়ী। এই ব্যবসার আরেকটি সুবিধা হল আপনি সারা বছর এই ব্যবসা করতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যবসার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

business idea 1 lakh income

সাধারণত যে কোন ব্যবসা শুরু করতে গেলে তিনটি বিষয় মাথায় রাখতে হয়। এই তিনটি বিষয়ে মাথায় রেখে ব্যবসা শুরু করলে ব্যবসায় অবশ্যই সফলতা আসবে। অনেকে না জেনে ব্যবসা শুরু করে এবং পরবর্তীতে ব্যবসায় লস খেয়ে ঘরে বসে যাই। প্রথমত ব্যবসা শুরু করতে গেলে আপনাকে প্রয়োজন মূলধনের পরিমাণ। আপনি যে ব্যবসা শুরু করবেন সেই ব্যবসার কি রকম মূলধন খাটাবেন তার উপর ভিত্তি করবে আপনার আয়ের পরিমাণ কত। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল বাজারে চাহিদা। আপনি যে ব্যবসা শুরু করবেন বা আপনার উৎপাদিত পণ্য বাজারে কিরকম চাহিদা রয়েছে তার উপর আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করবে। ব্যবসার স্থান বা কাঁচামালের যোগান। আপনি যেখানে ব্যবসা শুরু করবেন সেখানে জনঘনত্বের পরিমাণ এবং কাঁচামালের সহজলভ্যতার উপর ভিত্তি করে ব্যবসার উন্নতি।

 

পাপড় তৈরির ব্যবসা :

আমরা কমবেশি প্রত্যেক ফ্যামিলিতে অন্যতম খাদ্যদ্রব্য হিসেবে বা খাদ্যের সঙ্গে পাপড় খেয়ে থাকি। এবার আপনি পাপড় তৈরির ব্যবসা শুরু করে মাসে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই ব্যবসা শুরু করলে আপনি সারা বছরে আপনার ব্যবসার চালু রাখতে পারেন কেননা এই ব্যবসা চাহিদা সারা বছরই থাকে। বর্তমানে এই ব্যবসা করে অনেকেই প্রতি মাসেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আসুন তাহলে এই ব্যবসা কিভাবে শুরু করবেন এবং ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন পড়বে নিচে জেনে নেওয়া যাক।

 

প্রথমত ব্যবসা শুরু করার জন্য মূলধনের পরিমাণ এবং তার যোগান : 

এই ব্যবসা শুরু করতে আপনাকে বেশ কয়েকটি মেশিনের প্রয়োজন পড়বে এবং তার সঙ্গে ছোট ছোট কয়েকটি সরঞ্জাম। তাই এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হলে এক্ষেত্রে সরকার কর্তৃক মুদ্রা যোজনার মাধ্যমে আপনি লোন নিতে পারেন। এক্ষেত্রে মোট মূলধনের পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা হয়ে থাকে এবং এক্ষেত্রে আপনি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে চার লক্ষ টাকার লোন করে থাকেন তাহলে অনায়াসে এই ব্যবসা শুরু করতে পারেন।

 

প্রধানমন্ত্রীর মুদ্রা লোন যোজনা :

প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা মাধ্যমে আপনি আপনার ব্যবসার খুব সহজেই ঋণ নিতে পারেন এবং খুব স্বল্প সুদে সেই পরিশোধ শোধ করতে পারেন। এর জন্য আপনাকে বিভিন্ন ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। ব্যাংকে আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন টি এপ্রুভ হলে আপনি সহজেই এই লোন পেতে পারেন। তবে এক্ষেত্রে এই লোনের টাকা ৫ বছরের মধ্যে শোধ করতে হবে।

রাজ্যে ব্লকে ব্লকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত – WB School Teachers Recruitment

আয়ের পরিমাণ কত :

পাপড় তৈরির ব্যবসা শুরু করে আপনি প্রতিমাসে প্রায় এক লক্ষ টাকা আয় করতে পারেন। এক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা আয় করলে সেখান থেকে আপনার বিভিন্ন কর্মচারীকে বা অন্যান্য খরচ দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা আপনার পকেটে পড়তে পারেন। এক্ষেত্রে যেহেতু আপনার বেশ কয়েকজন কর্মচারী প্রয়োজন পড়বে এবং তার সঙ্গে বিদ্যুৎ সংযোগ খরচ ও অন্যান্য ছোটখাটো খরচ মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার খরচ হবে।

 

এই ব্যবসা সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিতে পারেন বিভিন্ন সোর্স থেকে। আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপনার কাছে এই সংক্রান্ত আইডিয়া দিচ্ছি। অথবা সম্ভব হলে সরাসরি এই ব্যবসার সঙ্গে যুক্ত কোন ব্যক্তির সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জেনে নিতে পারেন

ঘরে বসে পঞ্চায়েতের নানা সার্টফিকেট, মোবাইল করুন আবেদন – WB Govt Panchayet App Published

By JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.