মাত্র ৩ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি রিচার্জ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন, এই আকর্ষণীয় অফারটি দিচ্ছেন একমাত্র ভারতীয় সরকারি টেলিকম সংস্থা BSNL তরফ থেকে। গোটা দেশ জুড়ে ইতিমধ্যে এই প্ল্যানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। যার ফলে গ্রাহকেরা ভিড় করেছে লোকালয়ের BSNL স্টোর গুলিতে। আপনি যদি মাত্র ৩ টাকার বিনিময়ে এই সুবিধা নিতে চান তাহলে বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে BSNL মাত্র ৩ টাকার বিনিময়ে ৩০ দিনের ভ্যালিডিটি সম্পূর্ণ প্লান নিয়ে আলোচনা করতে চলেছি।BSNL Offer for Indian
গত জুলাই মাস থেকে ৩০ থেকে ৪০ শতাংশ রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভি। যার ফলে সাধারণ মানুষ তো বটে দেশের সর্বস্তরের মানুষের মধ্যেই একটি অতিরিক্ত মোবাইল রিচার্জ দুশ্চিন্তা ধরা দিয়েছে। অনেকের কাছে একের অধিক মোবাইল রয়েছে। একটা মোবাইল রিচার্জ করতে যদি এত টাকা লাগে সেক্ষেত্রে একের অধিক মোবাইল রিচার্জ করতে তার আয়ের বেশ কিছু অর্থ ব্যয় করতে হচ্ছে। যার ফলে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। বহু মানুষ একাধিক মোবাইলের পরিবর্তে একটি মোবাইল ব্যবহার করছে। তবে বড় সমস্যাটি হলো বর্তমানে যেহেতু মোবাইল নম্বর সঙ্গে আধার কার্ড, ব্যাংক একাউন্ট, এছাড়াও অন্যান্য কাজে যুক্ত রয়েছে। সেই কারণে চাইলেও মোবাইল নম্বরটি বন্ধ করতে পারছেন না। তার ফলে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য BSNL পক্ষ থেকে এই নতুন উদ্যোগ। যার মাধ্যমে আপনি মাত্র ৩ টাকার বিনিময়ে অনায়াসে আপনার মোবাইল নম্বরটি সচল রাখতে পারবেন। এতে আপনার মোবাইল নাম্বার বন্ধ হয়ে যাওয়া অথবা খোয়া যাওয়ার দুশ্চিন্তা থাকবে না। BSNL Offer for Indian
বর্তমানে BSNL যে ৩ টাকার প্ল্যানটি নিয়ে কথা বলছি, সেটির সুবিধা পেতে আপনাকে এককালীন ৭৯৭ টাকা রিচার্জ করতে হবে। ৭৯৭ টাকা একবার রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন 300 দিনের ভ্যালিড রিচার্জ প্ল্যান। যার মাধ্যমে আপনি গোটা ভারতবর্ষ জুড়ে যেকোনো নেটওয়ার্কের সঙ্গে আনলিমিটেড কথা বলতে পারবেন। এর পাশাপাশি আপনাদের জন্য থাকবে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও। প্রতিদিন দুই জিবি করে ডাটা। দৈনিক ১০০ টি টেক্স sms এর সুবিধা। তবে প্রাথমিক অবস্থায় আপনারা ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ডেটা ও ম্যাসেজ সুবিধা পাবেন। সাত দিন পর যদি আপনি আরো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে টপ আপ রিচার্জ করতে হবে।
পরিশেষে বলা যায় BSNL এর এই রিচার্জ প্ল্যানটি ইতিমধ্যেই জনপ্রিয়। যারা শুধুমাত্র মোবাইল ফোনটিকে সচল রাখতে ব্যবহার করছেন, তাদের জন্যই সর্বাধিক সুবিধা জনক। কারণ ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে BSNL এর ই অন্যান্য প্ল্যানগুলি রয়েছে, সেগুলি ব্যবহার করতে পারেন। তাই আপনি যদি BSNL এরর এ পরিষেবা পেতে চান, তাহলে সর্ব প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী BSNL স্তরে গিয়ে BSNL এর একটি নতুন সিম নিতে হবে। নয়তো বর্তমানে আপনি যে সিমকার্ড ব্যবহার করছেন সেই নাম্বারটিকে BSNL পোর্ট করে নিতে পারেন। বর্তমানে পোর্ট করা ভীষণ সোজা।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU